কাজের জন্যই প্রায়ই দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। দুই বছরের কর্মজীবনে কোথায় না গিয়েছি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গ।
সেই যে মেট্রিক পরীক্ষার পর শুরু হলো ভ্রমণপিপাসু মনের যাত্রা, আজও চলছে। থেমে নেই। কাজের চাপে হাপিয়ে উঠলেই একটা টু্র।
রাজধানীর ইট-কংক্রীটের জঙ্গল থেকে হাঁপ ছেড়ে বাঁচার একমাত্র উপায়। একটু সবুজের জন্য, নির্মল বাতাস প্রাণভরে ভেতরে নেবার আপ্রাণ চেষ্টা।
প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে কথা বলার সময় মনে হয় কত চেনা। অথচ আবার কখনও দেখা হবে কিনা জানি না । কিন্তু তাদের আন্তরিকতায় নেই খাদ। মুহূর্তেই আপন করে নেবার এই ক্ষমতা থেকে আমরা শহুরে মানুষরা একেবারেই বিস্মৃত।
প্রয়োজন ছাড়া একটুকুও সময় নেই। আহ্, কেন যে বড় হলাম। ছোট থাকতে পারলেই যেন বেঁচে যেতাম। কলুষতা থাকতো না। হারিয়ে যেতাম না অন্যায়ের গহীনতায়।
এটাই কি জীবন। হয়তো বা .....!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



