কিছুক্ষন আগে তৌহিদ আমাকে ফোন দিল। দিলে জানাল আজ নাকি তিনটা ক্লস ষ্টেস হয়েছে। ত্তর কথা গুলোর মধ্যে একটা তাচ্ছিল্য ভাব ছিল। আমি এটা বুঝতে পারলাম। প্রথমে কিছুটা খারাপ লেগেছিল। কিন্তু পরে লাগেনি। কিছুক্ষন নিজে চিন্তা করলাম । আসলে আমি তো এমন ছিলাম না। তবে কেন এমন করছি?
ক্লসে আমি নিয়মিত যাই না।গিয়ে কি করব । কখনো একটা ক্লাস হয় আবার কখণো হয় না। একটা ক্লাসের জন্য ঘন্টার ঘন্টার পর অপেক্ষা করা। আর ভাল লাগে না। এই লাইফ। ডিল্পোমা পড়তে আর ভার লগছে না। যেই শুনে সেই চোখটা কেমন করে যেন তাকায়। ডিল্পোমা পড়ুয়াদের দাম অনেক কম। আমি তা হারে হারে টের পাচ্ছি। আমার সব বন্ধুরা ভাল ভাল কলেজে ৭ জনের মধ্যে ২ জন নরটডামে, ২ জন সিটি কলেজে, তিনজন ঢাকা কলেজে। আমার অনেক ইচ্ছা ছিল ঢাকা কলেজে ভতি হত্তয়ার কিন্তু তা হল না। ঢাকা কলেজের ভতি হত্তয়ার পিছনে আমার একটা দুবলতা ছিল। কারন জাফর ইকবাল স্যার এই ঢাকা কলেজে পড়ত।s.s.c পরীক্ষার আগে অণেক স্বপ্ন দেখিছিলাম ঢাকা কলেজে ভর্তি হব। ভাল একটা ফলাফল করব। আমার প্রিয় সাবজেক্ট ছিল পদার্থ । ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ নিয়ে পড়ব। কিন্তু সেই ইচ্ছাই থেকে গেলে। এখণো য়খন বইমেলায় সময় টিএসসি তে যাই তখন আমি অবাক দুই নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে থাকে আর তখন আমার দুচুখে নিজের অজান্তে কয়েক ফুটা পানি চলে আসে। এই যে এটা লিখছি আমার কিন্তু চোখগুলো অলরডি লাল হয়ে গেছে। প্রচন্ড ইচ্ছা আর স্বপ্ন যখন ভেঙ্গে যায় তখণ এত খারাপ লাগে তা আর বলে বুঝানো যাবে না। কিন্তু এখন আমি যেখানে আছি এটা ঠিক না। পড়াশুনা প্রায় ছেড়েই দিয়েছিলাম। কি করব আমি। কিছুই যে ভাল লাগে না। নিজের পছন্দ অপছ্ন্দ বলে একটা ব্যাপার আছে।আমি এগুলো বলে কাউকে বুঝাতে পারব না। আমি আমার ডিল্পোমা পড়ুয়া লাইফটার সাথে খাপ খাত্তয়াতে পারছি না মুটেত্ত। কাউত্ত সাথে মিশতে পারছি না। আমার মত যেন কেউ নেই । আমাদের ক্লাসে। সবাই কেমন যেন?? আসলে কি আমি অমিশুক । না তা কেন হবে। স্কুলের তো আমার অণেক বন্ধু ছিল । খুব ভাল বন্ধু।যাদের সাথে এখণো বই মেলায় যাই। এখনো ঈদের দিনে একসাথে ঘুরে বেড়াই। কিন্তু ডিল্পোময় ভতি হত্তয়ার পর সব কিছু যেন পরিবতর্ন হয়ে গেছে।আমার মধ্যে যেন আমি নেই। আমার সকল আদর্শ যেন কোথায় হারিয়ে গেছে।আমার মূলোবোধ। আমার আশা। সবকিছু।মাঝে মাঝে নতুন করে সাজাই । আবার তা ভেঙ্গে যায়। এই ২০০৯ এর সেপ্টেম্বর থেকে ২০১০ এর ডিসেম্বর পযন্ত আমার জীবনে যেন কোন ছন্দ পাচ্ছি না। বিশেষ করে পড়াশুনায়। কি করব আমি?? কি করব?? আমি জানি কেউ এর সমাধান দিতে পারবে না। আমার সমাধান আমাকে করতে হবে। তাই তো আমি তাই করব। আমাকে তাই করতে হবে। আমি কি ভাবে সমাধান পেতে পারি আমার এই অস্থির জগত থেকে?
নিজের স্বপ্নগুলোকে একটু নীরবে ভাবি।
ভাবতে ভাবতে যেন আমি দিশেহার হয়ে যাই। যা কি না আমার উচিত না। আমি আসলে এমন একটা লাইফ কখনো চাই নি। তাহলে আজ থেকে শুরু হউক আমার পথ চলা।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



