আজ সকালে একটা এক্সাম ছিল। এক্সাম শেষে বাসায় ফেরার উদ্দেশ্য বনানী তে বিআরটিসি বাসের জন্য অপেক্ষা করতেছি। অনেক ক্ষণ বাস না পেয়ে শেষে আজমেরি তে উঠে যাই। বাস যখন তেজগাও আসলো তখন দেখলাম ১০-১২ টা ছেলে আর ৩ টা মেয়ে একি সাথে বাসে উঠল। কিউরিয়াস মাইন্ড জানতে চাইলো এরা কই যাইতাছে। একটা ছেলে আমার পাশে বসা ছিল। ছেলেটাকে জিজ্ঞাস করলাম যে ভাই আপনারা কোথায় যান???
ছেলেটা বলল আমরা পার্টি অফিসে যাই।
জানতে চাইলাম আপনারা কোন পার্টি অফিসে জান??? বলল আওয়ামীলীগ অফিসে।
জানতে চাইলাম , ভাই আপনারা কি ছাত্রলীগ নাকি যুবলীগ ?? বলল ছাত্র লিগ।
জানতে চাইলাম, ওখানে আপনাদের আজকে কাজ টা কি?? বলল, কোন কাজ না, খালি বইসা থাকা।
জানতে চাইলাম পড়াশুনা কথায় করেন এবং কিসে পরেন। বলল তেজগা কলেজ ইন্টার ফাস্ট ইয়ার।
জানতে চাইলাম, মেয়ে গুলা কি আপনাদের নেত্রি? বলল ওরা আমাদের ফেরেন্ড, কিন্তু ওরা সিনিয়ার হইয়া গেছে।
জানতে চাইলাম, আপনারা যে এতো কষ্ট করে যাইতেছেন, বিনিময়ে আপনাদের কোন টাকা পয়সা দেয়??? বলল, যে প্রত্তেক প্রোগ্রাম এ ২০০ টাকা করে দেয়। সাথে আরও বলল, আমাদের কে আওয়ামীলীগ, বিএনপি সবাই ডাকে। বিএনপির প্রোগ্রামে গেলে ৩০০ টাকা দেয়।
জানতে চাইলাম, তাইলে আওয়ামীলীগ এর প্রোগ্রাম এ কেন যান? বিএনপির প্রোগ্রামে গেলে লাভ বেশি হতো না???
বলল, আরে ভাই ওইটাতো বিকেলে। ওইখানেও জামু।
জানতে চাইলাম, বিএনপির প্রোগ্রামে টাকা বেশি দেয় কেন???
বলল, ভাই বিরোধী দল তো, তাই টাকা বেশি দেয়।
মনে মনে ভাবতেছি পোলাগুলার সাথে যাবো কিনা???
গেলেই তো ২০০+৩০০=৫০০ টাকা।
ভাবতে ভাবতেই পোলাগুলা বাস থেকে নেমে গেলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



