আমি যেতে চাই উঁচুতে, যেখানে দূরন্ত ঘাসগুলি হাটু ছোঁয় আর সাদা ডেইজিগুলি ক্লান্তিহীন।
যেখানে প্রান্তে দাড়িয়ে আমি দেখতে পাই সূর্যের বিদায়,যেখানে আমার বাড়ি অনেক দূরের কিন্তু গোধূলীর আকাশ অনেক কাছের।
বাতাসে যখন হাটু ছুঁই ছুঁই ঘাসগুলি মেতে উঠে আদিম নৃত্তে, ডেইজিগুলিও তখন উন্মত্ত। আমার খুব ইচ্ছে করে ওদের সাথে মিশে যেতে। খুব ইচ্ছে করে,
ওদেরই অংশ হয়ে ওদের সাথে হারিয়ে যেতে, একটুখানি আড়াল পেতে....একটুখানি অন্যভূবনে নিজেকে খুঁজে পেতে....
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



