টাইট জিন্সের মহিমায় দিশেহারা সুশীলেরা এবার সমাজ সেবায় ডিজুসদের সাথে টেক্কা দেবার জন্য নতুন প্রতিষ্ঠান তৈরীর ঘোষণা দিয়েছে। ব্লগের সকল খেতের বিবেকবান ব্যক্তিদের অবদমিত বিকৃত যৌন লালসা চরিতার্থ করার জন্য থুক্কু সমাজ সেবা করার দলে দলে যোগদানের আহ্বান করা যাচছে।
তবে দুষ্ট লোকেরা তাদের এই মহতী উদ্যোগ বানচালে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের মতে বিবেকবানেরা বিবেকের তাড়নায় নয়, দন্ডের তাড়নায় এই উদ্যোগ গ্রহণ করেছেন। তবে এই দন্ডের ব্যপারে তাদের বিস্তারিত বলতে রাজি হননি।
তবে এই প্রতিষ্ঠানে নারীদের অন্তর্ভুক্তি নিয়ে ধো্য়াশা সৃষ্টি হয়েছে। এই ব্যপারে এক ব্লগারের মন্তব্য করেছেন,
"মেয়েরা জিন্স-টিশার্টের মত (সতর ঢাকা) পাশ্চাত্যজাত ড্রেস পড়িলে উহারা যারপরনাই উত্তেজিত হন, আপনারা দেখিয়াছেন। জিন্স-টিশার্ট বাদ দিয়া কামিজ পড়িলেও তাহারা উত্তেজিত হন ওড়না ঠিক নাই বলিয়া। ওড়না 'ঠিক করে' পড়িলেও তাহারা উত্তেজিত হন ওড়না পাতলা বলিয়া। ভারী ওড়না পড়িলেও তাহারা উত্তেজিত হন মাথা দেখা যায় বলিয়া। মাথা ঢাকিলে তাহারা উত্তেজিত হন ফাঁকফোক দিয়া চুল দেখা যায় বলিয়া। মাথার চুল সব ঢাকিয়া বোরকা পরিলেও তাহারা উত্তেজিত হন, মুখ দেখা যায় বলিয়া। মুখ ঢাকিয়া নেকাব পরিলেও তারা উত্তেজিত হন, বোরকা টাইট, বডির শেপ দেখা যায় বলিয়া। এখন কোন মেয়ে ঢোলাঢালা একটা চটের বস্তায় ঢুকিয়া মুখ সেলাই করিয়া দিলেও ইহারা উত্তেজিত হবার একটা ছুতা বাহির করিয়া নিবেন। এত উত্তেজনা এইটুকু একটা ছোট দেশে ধরে কেম্নে বুঝিনা। আমার মনে হয় এইসব নিউকিলার প্ল্যান্ট-ট্যান্ট খরিদ না করিয়া এইসব উত্তেজিত যুবকগণের যৌবনজ্বালা ব্যবহার করিয়াই আমরা দেশের প্রয়োজনীয় বিদ্যুৎশক্তি সাপ্লাই দিতে পারিবো। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করিতেছি।"
এত বাধা বিপত্তি সত্বেও ব্লগী্য় বিবেকেরা দন্ড নিয়ে এগিয়ে যাবার কঠোর প্রত্যয় ব্যক্ত করিয়াছেন।
এছাড়া ইহুদী নাসারাদের কবল থেকে ডিজুসদের রক্ষায় ইতোমধ্যে সৌদি যুবরাজের সাহায্য চাওয়া হয়েছে বলেও তারা জানান। হাগার পরে পবিত্রতা রক্ষায় সাবানের যোগানের আবেদনও করা হবে বলে জানা গিয়েছে। তবে হাগার মাধ্যমে কীভাবে সমাজ বা দন্ডের উন্নয়ন করা যাবে এই ব্যপারে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১১ রাত ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




