ভ্যালেনটাইন ডে উপলক্ষে বিবাহ বার্তা জানাচ্ছেন এই সময়ের কয়েকজন জনপ্রিয় তারকা।
শাকিব খান
একটা ভালো মেয়ে খুঁজে দিন তো! আজকেই বিয়ে করে ফেলি। (হেসে) নারে ভাই! মজা করলাম। বিয়ে করার সময় কই? আমি তো বিয়ে করতেই চাই। কিন্তু কোন মেয়েটা আমাকে বিয়ে করতে রাজি হবে, বলেন? বউকে সময় দেওয়ার সময় আমার কোথায়?
আমার সব সময় যে প্রযোজকরা নগদ টাকা দিয়ে অগ্রিম কিনে নিয়েছেন! এত কিছু জেনেও যদি কেউ রাজি থাকেন আমাকে বিয়ে করার জন্য, তাঁকে বিনীতভাবে দুঃখিত হয়ে বলব, আমি বিয়ে করতে পারব না। কারণ, আমি তো চাইব আমার বউকে সারাদিন সময় দিতে।
তাঁকে নিয়ে শপিংয়ে যেতে, হলে গিয়ে সিনেমা দেখতে, ঝগড়া করতে। কোনোভাবেই কি এখন আমার পক্ষে এগুলো করা সম্ভব? তাই আমি সময়ের ওপর ছেড়ে দিয়েছি। সময়ই নির্ধারণ করবে আমার বিয়ে করার সময়। কেমন মেয়ে পছন্দ? আগাগোড়া বাঙালি মেয়ে আমার পছন্দ।
আন্তরিকতা থাকতে হবে তাঁর মধ্যে। যাকে নিয়ে নিশ্চিন্ত মনে ঘর-সংসার করা যাবে। ভালোবাসার ক্ষমতা এবং আমাকে শাসন করতে জানে এমন মেয়েকেই আমার ঘরনি করব। মধুচন্দ্রিমা নিয়ে এখনো ভাবিনি। শুটিংয়ের জন্য তো অনেক দেশেই গিয়েছি।
এমন একটা দেশে যাব যেখানে আগে কখনো যাইনি। সম্পূর্ণ নতুন একটা পরিবেশ থাকবে সেখানে। যেখানে আমাকে কেউ চিনবে না- এমন একটা দেশ আগে বাছাই করব। তারপর সে দেশের রাস্তায় হাত ধরাধরি করে দুজন হারিয়ে যাব অজানায়।
মোস্তফা সরয়ার ফারুকী
এর আগেও অসংখ্যবার আমার বিয়ের পাত্রী নিয়ে কথা বলেছি। পাত্রী কেমন হবে, নাম কি তা আকার-ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছি। ইচ্ছে ছিল গত বছরই বিয়ে করি। কিন্তু গত কয়েক বছর ধরেই ভাবি এ বছরই বিয়ে সেরে ফেলব কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে ওঠে না। তাই এখন আর বলতে চাচ্ছি না কোন সালে বিয়ে করব। যখন সব চূড়ান্ত হবে আমার সারাদেশের ভাই-ব্রাদারদের জানিয়েই বিয়ের কাজটা সেরে ফেলব।
অপু বিশ্বাস
বিয়ে করব না কেন? অবশ্যই করব। তবে কবে করব, এই ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারছি না (হা হা হা!)। পছন্দের কেউ তো নেই এই মুহূর্তে। থাকলে অবশ্য লুকাতাম না। কেমন ছেলে পছন্দ? উম্... ভালো ছেলে! শুধু ভালো ছেলে হবে না, ভালো মানুষও হতে হবে তাঁকে।
আর যেটা সবচেয়ে বেশি চাই সেটা হলো, আমাকে পাগলের মতো ভালোবাসতে হবে। এ ব্যাপারে কোনো আপস চলবে না। আমাকে অবশ্যই বুঝতে হবে তাঁর। আমার ভালো লাগা, মন্দ লাগাকে গুরুত্ব দিতে হবে। আর আমি যখন কাউকে ভালোবাসব, সবকিছু উজাড় করে দিয়েই ভালোবাসব।
ভালোবাসার মানুষটিকে খুব ধনী হতে হবে, এমন কোনো শর্ত আমার নেই। দুজন মিলে জীবনটা কাটিয়ে দিতে পারলেই হলো। হানিমুনের ব্যাপারটা তো আর আমার নিজের একার না, আমাদের। দুজন মিলেই সিদ্ধান্তটা নেব, কোথায় যাওয়া যায়। আর হ্যাঁ, বিয়ের আনুষ্ঠানিকতা আমার খুব পছন্দ।
পরিবারের সবাই থাকবে, অনেক মজা হবে। চোরের মতো পালিয়ে বিয়ে করার মধ্যে কোনো মাহাত্দ্য নেই। আমার বাবা-মা আমাকে স্বাধীনতা দিয়ে বড় করেছেন। বিয়ের ব্যাপারেও আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তাঁরা। আমি তাঁদের বিশ্বাসের অমর্যাদা করতে চাই না।
ভালোবাসা দিবসকে আমি আলাদা করে দেখতে চাই না। আর ভালোবাসা বলতে আমি শুধু প্রেমিক-প্রেমিকার ভালোবাসাই বুঝি না। ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিন থাকার দরকার আছে বলেও মনে করি না। সব দিনই ভালোবাসার।
সুমাইয়া শিমু
বাড়ি থেকে পাত্রের খোঁজ করা হচ্ছে। হয়তো খুব শিগগিরই বিয়ে করব। নিজের বিয়ে সম্পর্কে এভাবেই বললেন অভিনেত্রী সুমাইয়া শিমু। বিয়ে নিয়ে সব মেয়েরই একটা পরিকল্পনা থাকে, তেমনি শিমুরও আছে। তবে আগে থেকে সেসব বলতে চান না তিনি।
অনেক ধুমধাম করে সবাইকে জানিয়ে বিয়ে করার ইচ্ছা তাঁর। আনুষ্ঠানিকতার কোনো কমতি রাখা হবে না। এমনই প্ল্যান তাঁর। কারণ বাঙালি মেয়ের বিয়ে একবারই হয়। তবে এ পরিকল্পনার বাস্তবায়ন নির্ভর করবে তখনকার বাস্তব পরিস্থিতির ওপর। কেমন ছেলে আপনার পছন্দ? অবশ্যই শিক্ষিত হতে হবে। দর্শনদারিত্বও থাকতে হবে। পাত্রের ফ্যামিলি স্ট্যাটাস ভালো হতে হবে।
অপূর্ব
বিয়ে জিনিসটা একেবারেই ভাগ্যের ব্যাপার। আর ভাগ্যের ওপর কারও হাত নেই। কখন, কার সঙ্গে বিয়ে হবে তা কেউ বলতে পারে না। আমার বেলাতেও তাই। সত্যি বলতে, আমি ছোটবেলা থেকেই প্ল্যানিং করে কিছু করি না। শুধু ভাবি, যা হওয়ার ভালোই হবে।
তবে সবারই বিয়ের পাত্রী বাছাই নিয়ে নিজস্ব ভাবনা, পছন্দ থাকে। এক্ষেত্রে আমার ব্যাপারটা একেবারেই অন্যরকম। প্রথমেই বলব, একটা লক্ষ্মী বউ চাই আমি। যার সঙ্গে জীবনের সব সুখ-দুঃখ শেয়ার করা যাবে। যে আমাকে সবসময় কেয়ার নেবে। আমার ছোট ছোট ভালোলাগার মুহূর্তগুলো খেয়াল করবে।
আপন রাজ্যে যত প্রকার ঝামেলাতেই থাকি না কেন তার সামনে আসতেই যেন সব ভুলে যেতে পারি। এক্ষেত্রে চেহারা কোনো মুখ্য ব্যাপার নয়। বিয়ের ব্যাপারে ফ্যামিলি যে সিদ্ধান্ত নেবে তা-ই মেনে নেব আমি। তবে আমার ভালোলাগার বিষয়ে বাবা-মাকে অবশ্যই জানাব। আশা করি, তাঁরাও আমার সিদ্ধান্তকে গুরুত্ব দেবেন।
তিশা
বিয়ের পাত্র নিয়ে খুব একটা মাথা ঘামাই না। পাত্র দেখতে সুন্দর হতে হবে, খাটো হলে চলবে না, লম্বা হতে হবে- এ ধরনের কোনো চাহিদা নেই আমার। সত্যিকারের একজনকে আমি পাত্র হিসেবে চাই। যে কিনা সত্যিকার অর্থেই ভালো মনের মানুষ। বিয়েটা কোন বছর করব তাও এখনই বলতে পারছি না। কারণ জন্ম-মৃত্যু-বিয়ে সব ভাগ্যের ওপর নির্ভর করে।
সূত্রঃ বাংলাদেশ ইনফু
আলোচিত ব্লগ
ছি , অবৈধ দখলদার॥ আজকের প্রতিটি অন্যায়ের বিচার হবে একদিন।

ধিক ‼️বর্তমান অবৈধভাবে দখলদার বর্তমান নরাধমদের। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে । বীর মুক্তিযোদ্ধাদের ক্ষমা চাইতে হলো ! রাজাকার তাজুলের অবৈধ আদালতে। এর চাইতে অবমাননা আর কিছুই হোতে পারেনা।... ...বাকিটুকু পড়ুন
আম্লিগকে স্থায়ীভাবে নিষিদ্ধে আর কোন বাধা নেই

মঈন উদ্দিন ফখর উদ্দিনের ওয়ান-ইলেভেনে সরকারের ২০০৮ সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় পাতানো নির্বাচনে হাসিনা ক্ষমতায় বসে। এরপরই পরিকল্পিত উপায়ে মাত্র দুই মাসের মধ্যে দেশপ্রেমিক সেনা অফিসারদের পর্যায়ক্রমে বিডিআরে পদায়ন... ...বাকিটুকু পড়ুন
মিশন: কাঁসার থালা–বাটি
বড় ভাই–ভাবীর ম্যারেজ ডে। কিছু একটা উপহার দেওয়া দরকার। কিন্তু সমস্যা হলো—ভাই আমার পোশাক–আশাক বা লাইফস্টাইল নিয়ে খুবই উদাসীন। এসব কিনে দেওয়া মানে পুরো টাকা জ্বলে ঠালা! আগের দেওয়া অনেক... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগের পাশাপাশি জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করা যেতে পারে ।

বাংলাদেশে আসলে দুইটা পক্ষের লোকজনই মূলত রাজনীতিটা নিয়ন্ত্রণ করে। একটা হলো স্বাধীনতার পক্ষের শক্তি এবং অন্যটি হলো স্বাধীনতার বিপক্ষ শক্তি। এর মাঝে আধা পক্ষ-বিপক্ষ শক্তি হিসেবে একটা রাজনৈতিক দল... ...বাকিটুকু পড়ুন
J K and Our liberation war১৯৭১


জ্যাঁ ক্যুয়ে ছিলেন একজন ফরাসি মানবতাবাদী যিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান হাইজ্যাক করেছিলেন। তিনি ৩ ডিসেম্বর, ১৯৭১ তারিখে প্যারিসের অরলি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।