
১।
তোমার এবং তাদের কত গল্প শুনি, রঙ্গীন-সাদা, নানান স্বাদের –
কারও সুখ, কারও স্বপ্ন, কারও আর্তনাদের –
তারা এবং তুমি কত গল্পে থাকো, তোমাদের কত গল্প থাকে!
আমি শুধু আজও খুঁজছি আমার গল্পটাকে।
২।
তোমায় দেখলেই জেগে উঠি, উঠে বসি স্বপ্নাহত হয়ে,
অচেনা নিজেকে দেখি পরম বিস্ময়ে -
এই অন্ধ অনুভুতির নাম আমি কি দিব?
উঁহু, প্রেম এ নয়, মেয়ে! লিবিডো, এ স্রেফ লিবিডো।

৩।
ঘুম ভেঙ্গে ভেঙ্গে, ভাঙ্গা ভাঙ্গা ঘুমে, স্বপ্নবিহীন এই বেঁচে থাকা –
জীবন থলেতে কষ্টের কিছু কড়ি তুলে রাখা -
মাঝে মাঝে মনে হয়, আমরণ ঘুম দেই, সমস্ত দিন ও রাত –
তারপর, এক ঘুমে পুলসিরাত!