১.
ঘাম বিকেলে নামল বৃষ্টি থামল না আর...
ঠোঁটে ও মাটিতে শুকনো পাতারা ভিজে চুরমার…
না মোছা অশ্রু, ঝাপসা দৃষ্টি আবছা আলো
ও মেঘ থেম না, অশ্রু ঝরাও, অশ্রু ঢালো।
২.
এই ইটকাঠ, এই পাথুরে শহর গ্রাস করে ফেলে উগড়ে দিচ্ছে আবার –
সরীসৃপ সময় নিয়ত খোসা পাল্টায়, আহ্বান করে বিষাক্ত সম্মোহনে!
আমি বদলাই, ফের বদলাই! একঘেয়ে গুটি চালি অসীম ঘরের দাবার।
এবার শরতের শুরুতে ডাক দিস বন্ধু, জোৎস্না না হলে বৃষ্টি দেখব বনে!
৩.
এবার, তোমার পদ্মজোড়া থেকেই না হয় বৃষ্টি নামুক
আগুন নিভুক।
পাঁপড়ি গোলাপ প্রবল তোড়ে কাঁপতে থাকুক,
লাল বাতায়ন ঢাল হয়ে যাক, লজ্জা ঢাকুক –
বুঝছ কি সুখ?
নাইলে আমি আর ছোঁব না, আর ছোঁব না যমজ শামুক
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪৩