কিছুদিন আগেই একটি পোস্ট পড়েছিলাম গুগল ড্রাইভ নিয়ে। অনেক ধন্যবাদ সেই পোষ্টদাতাকে যদিও আমি লিন্কটা খুজে পাচ্ছি না।
পরে নেট ঘেটে আরেকটু বিস্তারিত জানার চেস্টা করলাম. নেট ঘেটে নিচের ১০ টি টিপস পেলাম গুগল ড্রাইভ সম্পর্কে জানা ভাল/দরকার। হয়তো অনেকেই এর মধ্যে জানেন টিপসগুলো আবার অনেকে হয়তো জানেননা। তাই ভাবলাম যারা এখনও জানেননা তাদের জন্য শেয়ার করি।
১. এটি আসলে ক্লাউড বেসড স্টোরেজ সার্ভিস. অর্থাৎ ইউসার তার ডাটা গুগল সার্ভার এর ড্রাইভ এ রাখবে এবং যখন ইচ্ছা যে কোনো জায়গা থেকে ডাটা এক্সেস করতে পারবে।
২. যে কোন ডাটা আপনার ম্যাপ করা ড্রাইভে সেভ করলে অটোমেটিকেলি ক্লাউড এর ড্রাইভ এ কপি হবে। এসব ডাটা যে কোন কম্পিউটার বা মোবাইল ডিভাইস থেকে এক্সেস করতে পারবে।
৩. গুগল ড্রাইভ শুরুতে গিগাবাইট(জিবি) স্টোরেজ ফ্রী দিবে। অতিরিক্ত স্টোরেজ পেতে হলে টাকা দিয়ে কিনতে হবে। ৫ জিবি-র অতিরিক্ত ২৫ গিগাবাইট পেতে ২.৪৯ ডলার দিতে হবে প্রতি মাসে।
৪. কেউ ২৫ জিবি থেকে ১০০ জিবি তে আপগ্রেড করতে চাইলে দিতে হবে ৪.৯৯ ডলার প্রতি মাসে।
৫. ইউজার চাইলে এসব ড্রাইভ তাদের MAC বা অন্য কোনো পিসি তে ইনস্টল করতে পারবে এবং দরকার মত ডাউনলোড করতে পারবে তাদের android ফোন বা টেবলেট-এ।
৬. যে কোনো ফাইল ড্রাইভ থেকে আপডেট করলে তা অটোমেটিক এ ড্রাইভের সঙ্গে সংযুক্ত সবখানে আপডেট হয়ে যাবে।
৭. নির্দিষ্ট স্টোরেজ সীমার মধ্যে যে কোনো ফাইল যা আপনার নিজের হার্ড ড্রাইভ এ স্টোর করতে পারেন তা এখানেও স্টোর করতে পারবেন।
৮. গুগল docs (এটা আরেকটা ফিচার গুগলের, আশা করি জানেন) এর ফেসিলিটি আগের মতই থাকবে, তাই কেউ চাইলে গুগল docs এর এপ্লিকেশন দিয়েও কাজ করে এখানে সরাসরি স্টোর করতে পারবে।
৯. আপাতত যে কোন ইউজার সরাসরি গুগল ড্রাইভ সার্ভিস ইউজ করতে পারবে না। প্রথমে রিকুয়েস্ট পাঠালে গুগলে বলবে "Your Google Drive is not ready yet." তারপর 'Notify me' বাটনে ক্লিক করলে বলবে We'll email you at ******@gmail.com যখন আপনার গুগল ড্রাইভ রেডি হবে।
১০. ইউজার চাইলে গুগল প্লাস এ সরাসরি ছবি এসব ড্রাইভ থেকে আপলোড করতে পারবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



