রাজনীতি খুব একটা বুঝিনা, আর নিজে খুব যে মানবিকতা সম্পন্ন তাও না। তবে বর্তমানে বাংলাদেশের রাজনীতির আর সহিংসতার ধরন দেখে মনে হচ্ছে আমাদের রাজনীতিবিদরা নুন্যতম মানবিকতা টুকুও হারিয়ে ফেলছে ক্ষমতা আর প্রতিহিংসার কারনে। আর তাদের প্রতিহিংসার বলি হচ্ছে বা হতে যাচ্ছে আমাদের মত সাধারন মানুষগুলোকে। গতকাল রাত খবরটি পড়ে নিজেকে সামাল দেয়া কঠিন ছিল। গাঁ সিউরে উঠেছিল আমার।
খবরটি হল, রেললাইনের স্লিপার তুলে ফেলেছে হরতালকারী/ রাজনীতিবিদদের কেনা সন্ত্রাসীরা। তবে ভয়ংকর কথা হল অলৌকিক ভাবে নাকি ১২০০ লোক বেচেঁ গেছেন। আল্লাহতালার কাছে শুকরিয়া যে এই লোকগুলোর জীবন অলৌকিকভাবে হলেও বাচিয়েছেন।
এখন রাজনীতিবিদদের কাছে প্রশ্ন: এই ১২০০ লোকের কি অপরাধ ছিল? এরা কি সবাই রাজনীতি করে? এদের মধ্যে কি আপনাদের কোন স্বজন থাকতে পারত না? আপনাদের কি নুন্যতম বোধটুকু নেই? ক্ষমতার লিপ্সাতে কি পাগল হয়ে গেছেন? আন্দোলন করুন তাই বলে নিরপরাধ মানুষকে কেন মেরে ফেলার চক্রান্ত করবেন? আল্লাহর রহমতে এ যাত্রায় বেচে গেছেন ১২০০ লোক। এদের কিছু হলে একবার ভেবেছেন কি হত? রাজনীতির জন্য কি নুন্যতম মানবিক বোধও লোপ পেয়েছে আপনাদের? ১২০০ লোকের জন্য হয়ত ১২০০ পরিবার পথে বসে যেত যদি আল্লাহ রহমত না করতেন। কে নিত এই ১২০০ পরিবারের দায়?
হরতালকারী/পিকেটার/ কেনা সন্ত্রাসীদের কাছে প্রশ্ন : দলের জন্য/ কার জন্য কি এতটা পাশবিক হতে হবে আপনাদের? এই ১২০০ লোকের মধ্যে যদি একজন স্বজন আছে আপনি জানতেন, আপনারা কি পারতেন এমন একটি কাজ করতে? রাজনৈতিক দল কি আপনাদের কাছে শত শত মানুষের জীবনের চেয়েও বড় কিছু?
ভেবে পাইনা আমাদের রাজনৈতিক মুল্যবোধ কোনদিকে যাচ্ছে। পাগলা কুকুর হয়ে যাচ্ছে রাজনীতিবিদরা।
ধিক তোমাদের এই অমানবিক রাজনীতিকে। দোয়া করি তোমাদের কোন স্বজন এমন বিপর্যয়ে না পরুক। পড়লে হয়ত তোমাদের বোধদয় হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



