আজ ৩ এপ্রিল ২০১৩ , তবে আজ বাংলা কত তারিখ তা খোজাঁর জন্য আমাকে রীতিমত পত্রিকা দেখতে হয়েছে। আজ ২০ চৈত্র, ১৪১৯ বাংলা সন। আগামী ১৪ ই এপ্রিল আমরা পালন করব বাংলা নববর্ষ। সামুর কাছে ছোট্র একটি দাবী তা হলো আগামি পহেলা বৈশাখে সামুর পোষ্টে ইংরেজীর পাশাপাশি বাংলা তারিখটিও দেখতে চাই। এটা ইম্পলিমেন্ট করা খুব কঠিন কিছু হবার কথা না। ছোট্ট একটা কনভার্টার ডেভেলাপ করতে হবে যেটা ইংরেজী তারিখ অনুযায়ী বাংলা তারিখটা কনভার্ট করবে। এই সামুতেই অনেক দক্ষ প্রোগ্রামার/ডেভেলপার আছেন সামু চাইলেই আশা করি ওনারা হেল্প করবেন নির্ধিদায়।
আমার জানামতে সামু বাংলা ব্লগিং জগতে পথিকৃত এবং সর্বাধিক জনপ্রিয় একটি বাংলা ব্লগ। আমি কোন ব্লগার নই মুলত পাঠক। যেহেতু এটি একটি বাংলা ভাষার ব্লগ এবং ব্লগের সামগ্রিক কাজ বাংলা ভাষাতেই হচ্ছে। এটা নির্দিধায় একটি বড় অবদান বাংলা ব্লগিং জগতে। তবে ছোট্র একটি অসংগতি আমার চোখে পড়েছে, অনেকে হয়ত এটাকে অসংগতি নাও বলতে পারেন। অসংগতিটা হলো বাংলা ভাষার ব্লগে ব্লগ প্রকাশের তারিখটা ইংরেজি। যদিওআমাদের জাতীয় জীবনেই আমরা এ অসংগতিটা যুগ যুগ ধরে পালন করে যাচ্ছি(বাংলা ভাষা দিবস পালন করি একুশে ফেব্রুয়ারীতে!!! ৮ ই ফাল্গুন দিয়ে কোন গান নেই তাই হয়ত!!!) গান গাওয়ার সুবিধার জন্য হয়ত আমরা বাংলা ভাষাকে সম্মান জানাই ইংরেজী একুশে ফেব্রুয়ারীতে!!
আমার মনে হয় এটা আমাদের অভ্যাস বা চর্চার অভাব। আমি একথা লিখছি সত্যি বলতে আমি নিজেও ঠিক মত বাংলা তারিখ বলতে পারবো না, আর এটার কারন আমাদের চর্চার অভাব।জাতীয় জীবনে যদি বাংলা তারিখের ব্যাবহার বাধ্যতামুলক করা হত বা এর চর্চা বাধ্যতামুলক করা হত তাহলে হয়ত আমাদের এ অবস্থায় পড়তে হতো না যে বাংগালী হয়ে বাংলা তারিখ বা সনটা পর্যন্ত জানিনা!!!
নিজেকে একটু প্রশ্ন করে দেখুন আজকের বাংলা সন বা তারিখটা কি জানেন?? আমার ধারনা অনেকেই জানেননা হয়ত কেউ কেউ জানেন। যারা জানেন তাদের সেলুট!!!
আমি সমালোচনা করার জন্য পোস্টটি দেইনি কিংবা ইংরেজী তারিখ প্রদর্শনের বিরোধীতা জন্যও না। সামুর কাছে আমার ছোট্ট একটা প্রস্তাব তা হলো ইংরেজী তারিখের পাশাপাশি বাংলা তারিখটাও যেন পোস্টে প্রদর্শন করা হয়। এতে ভুল করে হলেও বাংলা তারিখটা পাঠকের চোখে পড়বে, হয়ত মনের অজান্তেই একদিন আমরা চর্চা করতে শিখব আমাদের মায়ের ভাষার সন তারিখ।
এ পোষ্টটি আগেও দিয়েছিলাম প্রস্তাবনা আকারে। অনেকেই মন্তব্য করে সহমত প্রকাশ করেছেন কিন্তু সামুর কোন মডারেটরের মনে হয় দৃষ্টি আকর্ষন করতে পরেনি।
তবে এখন আর এটা প্রস্তাবনা বলব না বলব দাবী। সামুর মত বাংলা ব্লগের কাছে আশা করি এ দাবী করতেই পারি। আশা করি কতৃপক্ষ বিষয়টি দেখবেন এবং একটি মন্তব্য করে আস্বাসটুকু দেবেন।
কেউ আমার প্রস্তাবের সংগে একমত হলে আশা করি মন্তব্য দিয়ে সামুকে জানাবেন বিষয়টা ভাবার জন্য।সবাইকে আগাম ধন্যবাদ পোস্ট পড়ার জন্য। কেউ দ্বীমত করলেও মন্তব্য করতে পারেন।
সবাইকে আগাম ধন্যবাদ পোস্ট পড়ার জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



