সামুতে আমি আস্তিকতা ও নাস্তিকতা নিয়ে বেশ কয়েকটি পোষ্ট দিয়েছিলাম
নাস্তিকরা আস্তিকদের চেয়ে কম অসহিষনু নয়, বরং তারা বেশী ফ্যনাটিক - এটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা।
আদর্শিকভাবে ও বাস্তব জীবনাচারে আমি ইসলামী জীবনাদর্শে বিশ্বাসী হলেও নাস্তিকতা হচ্ছে আমার প্রিয় পাঠ্য। বইয়ে, ব্লগে এবং ব্যক্তিগতভাবে।
নাস্তিকরা ইসলামকে ভয় পায়! কারন, ইসলাম হলো বর্তমান পৃথিবীর উঠতি মতাদর্শ।
অবশ্য এই ‘ইসলাম’ আমাদের সমাজে প্রচলিত ইসলাম হতে ভিন্ন! এটি হলো পূর্ণাঙ্গ ইসলাম। তথাকথিত ইসলাম ধর্ম নয়।
নাস্তিকরা অধিকাংশ ক্ষেত্রে জানার ভান করে, জানতে চায় না।
বৃহত্তর কোন স্থায়ী নীতি-আদর্শ না থাকায় তাঁরা বাহ্যতঃ এক ধরনের সামাজিক নৈতিকতার লেবাস ধারন করে থাকে। তাঁদেরকে যারা চ্যলেঞ্জ করে, যেমন আস্তিকরা, তাঁদেরকে মোকবিলা করার সময় তাঁদের এই কৃত্রিম ভদ্রতার আবরণ/আভরণ খসে পড়ে।
নাস্তিকরা হলো আমাদের সমাজে ইসলামের নামে প্রচলিত অপব্যাখ্যা ও অনাচারসমূহের এবং উদীয়মান ইসলামি আন্দোলনের স্বগতঃ শত্রু।
নাস্তিকতা, তাঁদের চর্চিত অশ্লীলতার মতোই পরিত্যাজ্য .....!
বিঃদ্রঃ সেহেরী খাওয়ার আগে কিছুক্ষণ ঘুমাব। ফজরের নামাজ পড়েও ঘুমাব। দিনের কাজ সেরে ব্লগে ফিরব। এজন্য এটি লিখলাম, নাস্তিক ভাই ও বোনেরা যেন মনে না করেন যে, পোষট দিয়ে হাওয়া হয়ে গেছি! সারাদিনরাততো আর ‘ডিস্কো ঘোড়া’র মতো ব্লগ নিয়ে পড়ে থাকতে পারিনা!?
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১০ রাত ২:০২