তার খাবারে বিষ মেশানো হচ্ছে বলে অভিযোগ করার পরিপ্রেক্ষিতে গত বছর জুনে তাকে এ কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়।
ভারতের এনডিটিভি অনলাইন জানায়, রাজীব গান্ধী হত্যাকাণ্ডে জড়িত নলিনির স্বামী মুরুগান টি সুতেন্দ্ররাজার মৃত্যুদণ্ড মওকুফের আবেদন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল নাকচ করে দিলে ভেলোর কারাগারে ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন জানান নলিনি।
৯ সেপ্টেম্বর ভেলোর কারাগারে আটক সুতেন্দ্ররাজা ও আরেক পরিকল্পনাকারী এজি পেরারিবালানের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিলো। তবে মাদ্রাজ হাইকোর্ট এই মৃত্যুদণ্ড কার্যকরের ওপর আট সপ্তাহের স্থগিতাদেশ দেয়।
পুজল থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ১২০ কিলোমিটার দূরের ভেলোর কারাগারে নিয়ে যাওয়া হয় নলিনিকে। সেখানে নারী অপরাধীদের জন্য নির্ধারিত অংশে ঢোকার পর নলিনি কান্নায় ভেঙ্গে পড়েন বলে পুলিশ ও কারা কর্তৃপক্ষ জানায়।
১৯৯১ সালের ২১ মে চেন্নাইয়ে এক নির্বাচনী জনসভায় অংশ নিতে গিয়ে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন রাজীব গান্ধী। এসময় আরো ১৪ জন নিহত হন।
নলিনিকেও প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে রাজীব গান্ধীর স্ত্রী এবং বর্তমানে ক্ষমতাসীন কংগ্রেস পার্টির প্রধান সোনিয়া গান্ধীর আবেদনে তার মৃত্যুদণ্ড রদ করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



