ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের সঙ্গে যোগ দিতে রোববার রাতে বাংলাদেশে এসেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপলসহ ৬ জন ক্রিকেটার।
চন্দরপল ছাড়া বাকি ৫ জন হলেন ক্রেইগ ব্র্যাথওয়েইট, ফিদেল এডওয়াডর্স, কার্লটন বাফ (উইকেটরক্ষক), কার্ক এডওয়ার্ডস ও শেন শিলিংফোর্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার সাব্বির আহম্মেদ জানিয়েছেন, ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে যাবেন ডেনজা হায়াট, লেন্ডল সিমন্স, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, কার্লোস ব্র্যাথওয়েইট ও অ্যান্থনি মার্টিন।
এদিকে তৃতীয় ওয়ানডে ও প্রথম টেস্ট খেলতে চট্টগ্রামে পৌঁছে গেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল। রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ দল অবশ্য অতিথিদের ঘন্টা তিনেক আগেই চট্টগ্রাম পৌঁছে গেছে।
সোমবার সকাল ৯টায় জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। দুপুরে বাংলাদেশের অনুশীলন করার কথা।
তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ১৮ অক্টোবর। এরপর ২১ অক্টোবর থেকে শুরু হবে প্রথম টেস্ট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



