৫/৬ বছর আগের কথা। তখন আমি কৌশিক ভাইকে চিনতাম না। তবে ব্লগে ব্লগার কৌশিককে চিনতাম। তখন অবশ্য উনি “কৌশিক আহমেদ” নামে ব্লগ লিখতেন। দূর্দান্ত লিখতেন। আমি তার সব ব্লগই পড়তাম। তার প্রোপিক ছিল তার ছবি। একদিন আবিষ্কার করলাম, আমি সকালে যেখানে দাঁড়িয়ে থাকি অফিস যাবার জন্য সেখানে সেই প্রোপিকের মত একটা ছেলেও দাঁড়িয়ে থাকে অফিসের গাড়ি ধরার জন্য। বেশ কয়েকদিন তাকে দেখলাম কিন্তু কাছে গিয়ে জিজ্ঞাসা করিনি যে উনিই কৌশিক আহমেদ কিনা?
তো একদিন হাতে কিছুটা সময় থাকায় তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম। আবিষ্কার করলাম সেই-ই আসলে ব্লগার কৌশিক আহমেদ। খোঁজ নিয়ে দেখলাম আমরা এলাকায় প্রায় পাশাপাশি থাকি। তারপর থেকে তো প্রায় আড্ডা হতো। প্রায়ই।
আসলেই লোকটার মাথায় কিছু একটা আছে। আমার প্রিয় একজন ব্লগার। তাকে খুব মিস করি। এখন কদাচিৎ ব্লগে আসে।
কৌশিক ভাই ফিরে আসেন আবার। আসেন আমরা আবার সেই দিনগুলোর কাছে ফিরে যাই।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৩ রাত ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




