অনেক অপেক্ষার শেষে আইফোন ৫ এখন হাতের মুঠোয়। তবে আইফোন নিয়ে যারা মাতামাতি করেছিলেন তারা কিছুটা হতাশ
(গতির প্রশ্নে আইফোন ৪এসের তুলনায় আইফোন ৫ এর গতি দ্বিগুণ। এটা নিশ্চিত অর্থেই বলা যায়।
মডেলভিত্তিক বিশ্লেষণে প্রসেসরের গতিতে আছে বিশেষ ‘এ৬’ চিপ। স্মার্টফোনের গ্রাফিকস আর গতি এ দুটো ক্ষেত্রেই এ৬ অনবদ্য। এ ছাড়াও আইসাইট রেয়ার গুণের ৮ মেগাপিক্সেল ক্যামেরা তো আছেই। এর প্যানোরমা ফিচারে ২৮ মেগাপিক্সেল স্বচ্ছতায় ছবি তোলা সম্ভব। আর ফেসটাইম ফিচারে ৭২০ পিক্সেলে ভিডিওচিত্র ধারণ করা যাবে।
তবে আইফোন ৫ এর সবচেয়ে শক্তিশালী দিকটি হচ্ছে এটি পরবর্তী প্রজন্মের ফোরজি লং টার্ম ইভেল্যুশন (এলটিই) নেটওয়ার্ক ক্ষমতাসম্পন্ন। আর অ্যাপল বলছে একটানা ৮ ঘণ্টা টকটাইম নিশ্চিত করবে এ স্মার্টফোন।) ( ওয়েব থেকে নেয়া )
যারা বাংলাদেশে আইফোন ৫ এর জন্য অয়েট করছেন তাদের জন্য সুখবর।একটা গেজেট শপ ইতমদ্ধে আইফোন ৫ সেল করা শুরো করেছে।তবে আমার মতে অহেতুক আইফোন ৫ এর চিন্তায় রাতের ঘুম হারাম করছেন।১ মাস যাক এমনি তেই আইফোন ৫ হাতে পেয়ে যাবেন,এখন নিতে না করছি একারনে আজ আইফোন ৫ সেল হয়েছে মাত্র ১ লাখ ১০ হাজার টাকায়,২ দিন পরে পাবেন ৯০ হাজার টাকায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


