অনেক দিন পর বসলাম ব্লগ লিখতে। এক বন্ধুর ব্লগ পরে আমারও মনে হল কিছু একটা লিখি। কিন্তু বুঝতে পারছিনা কি লিখব। কিছু যখন পাছিনা তখন নিজের কথাই বলি। আগামি কাল আমার একটা পরীক্ষা আছে। পরতে একদমই ইছা করে না। আগে যখন ছোট ছিলাম স্কুল কলেযে পরতাম তখন মা সারাদিন শুধু পরতে বসতে বলত। তখন খুবই খারাপ লাগত, মনে মনে ভাবতাম কবে বিশ্যবিদ্যালয়ে পরব কেও কিছু বলবে না, যা খুশি করব যখন খুশি পরব না মনে চাইলে পরব না, কিন্তু এখন মায়ের সেই বকুনি গুলো খুবই মিস করি। মাঝে মাঝে মনে হয় আগের দিন গুলোতে যদি আবার ফিরে যেতে পারতাম!!
কিন্তু তা আর সম্ভব না, এখন নিজেকে দেখেই অবাক হই, অনেক বদলে গেছি আমি। আগে স্কুলে অনেক দুষ্টামি করতাম, ছিলাম অনেক দুরন্ত আর এখন চুপচাপ ক্লাসে যাই, বসি সবার শেষে। ক্লাস শেষে আবার রুমে ফিরে আসি। আর সারাদিনে আর বের হওয়া হয় না। সারাক্ষন বসে থাকি কম্পিউটার নিয়ে। নেট আর কম্পিউটার ছাড়া আমি একতা মূহুর্তও চিন্তা করতে পারি না। আর একটু পর পর হল এর অন্যান্য বন্ধুদের রুম থেকে ঘুরে আসি। হটাৎ করেই কিভাবে যে ইঞ্জীনিয়ারিং এর দিকে ঝুকে পরলাম তা আমিও জানি না।
ছোট বেলার সেই দিন গুলোর কথা এখনো মনে পরে, কেও আমাকে জিজ্ঞাসা করলে আমি বলতাম বর হয়ে আমি ডাক্তার হব, গ্রামে গ্রামে গিয়ে মানুষের সেবা করব। তা আর সম্ভব নয় এখন।
এখন আর লিখতে ইছা করছে না আরেক দিন লিখব।
অনেক কিছুই বলে ফেললাম, প্রথম লিখা তাই কোন ভূল থাকলে দয়া করে ধরিয়ে দিবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




