আজকের প্রথম আলোয় দিল নিউজটা। অরা কি আজকাল প্রতিদিনই রস+আলোর আইটেম ছাপানো শুরু করসে নাকি? পোস্টানোর লোভ সাম্লাইতে পারলাম্না।
-----------------------------------------------------------------
কম্পিউটার ভাইরাস কী? [আসলেই তো, ভাইরাস কী? এইটা কি কামে লাগে?
ভাইরাসযুক্ত ফাইলকে আপনি কপি, কাট, ডিলিট ইত্যাদি করতে পারবেন, এতে আপনার কম্পিউটারের কোনো ক্ষতি হবে না। কিন্তু সমস্যা হলো ভাইরাসযুক্ত ফাইলকে আপনি কখনো দুই ক্লিক করতে পারবেন না বা ভাইরাসযুক্ত ফাইলের ওপর মাউস রেখে কখনো ডান বাটনে ক্লিক করে ওপেন-এ ক্লিক করবেন না। (আহারে অনেক কিছু শিখলাম!) যদি কখনো ভুলবশত ভাইরাসযুক্ত ফাইলে ডবল ক্লিক করে ফেলেন বা ভাইরাসে আপনার কম্পিউটার আক্রান্ত হয়ে যায়, তাহলে ভয়ের কোনো কারণ নেই। আপনার কম্পিউটারের সি ড্রাইভ থেকে প্রয়োজনীয় সব ফাইল সরিয়ে পুনরায় আবার অপারেটিং সিস্টেম সেটআপ দিয়ে দেন। তাহলে দেখবেন সব সমস্যা সমাধান হয়ে গেছে। (এরচেয়ে সহজ কোন তরিকা নাই?) ভাইরাস আমাদের যতটা না ক্ষতি করে, তার চেয়ে বেশি আমরা মানসিকভাবে ভেঙে পড়ি ( আমার এক দোস্ত সুইসাইড করছিল গ্যালো বছর ভাইরাসের অত্যাচারে অতীষ্ঠ হয়া
মূল লেখা এইখানে পাবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





