অর্শ, ভগন্দর, একশিরার কবিরাজি চিকিৎসার;
ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের, তন্ত্র সাধনার, নষ্ট রাজনীতিকের
আর ওয়াজের পোস্টারে ভরা থাকে আমাদের দেয়াল
আজ এই জনপদের জঠরে ভীষণ অসুখ!
কোথায় হারিয়ে গেল দেয়ালে দেয়ালে আলপনা আঁকা,
স্লোগান আর কবিতার পংক্তি লেখা সেই ছেলে-মেয়েগুলো?
এখন যুবকেরা বেহেশতি হুর আর শারাবান তহুরার লোভে
বিভোর থাকে ওয়াজ মাহফিলে।
আবার যখন নষ্টদের পোস্টার সরিয়ে
আলপনা আঁকা হবে দেয়ালে
স্লোগান আর কবিতার পংক্তিতে ভরে উঠবে দেয়াল
ওয়াজের পোস্টার ছিঁড়ে সাঁটানো হবে নাটক আর পালাগানের পোস্টার
তখন এই জনপদের জঠরের অসুখ হবে উপশম।
এই ব্যথা ভারাক্রান্ত জনপদ সেই দিনের অপেক্ষায়!
ঢাকা
৯ এপ্রিল, ২০২৩
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



