সবচেয়ে কাছের এবং একমাত্র আপন- আমার মা। কখনও মা তোমায় বলিনি কত ভালবাসি। হয়তো বলার মত সুযোগও হবে না কখনও...........
মাগো,বিশ্বাস করো,তোমাকে কষ্ট দেবার উদ্দেশ্য নিয়ে আমি কখনও কিছু করিনি। তুমি আমার মা।একটা মাত্র মা। জানি পৃথিবীতে আমার আগমন,তোমার জন্যে ছিল সবচেয়ে অস্বস্তিকর। মা,তবু হয়তো আমার নিষ্পাপ আর অসহায় শিশু চেহারা তোমাকে বাধ্য করেছিল--আমাকে কাছে টানতে। মাগো,তোমার শরীর থেকে আমি যে পরম মমতার গন্ধ পেতাম,তা আমাকে কেবলই তোমার কাছে টানতো। মা,আমি লোভী হয়ে গিয়েছিলাম......
ও মা,সব বন্ধু-বান্ধব এর প্রতি তাদের বাবা-মা এর যে আকাঙ্খা,তাদের পৃথিবীতে আগমন নিয়ে যে তাদের সব জল্পনা কল্পনার গল্প শুনে আমি প্রতিনিয়ত ঈর্ষাণ্বীত হই মা.... . .. ...
মা আমারও খুব ইচ্ছা হয় এমন করে সবার ভালবাসা পেতে। মা আর সবারটা না পাই,তোমার টা আশা করা কি খুব বড় ভুল???
মা রে
ভাল না বাস্, বিশ্বাস টা ও কি পাওয়ার নূন্যতম যোগ্যতা আমি রাখি না মা??
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



