কামাল ভালোবাসে রিমাকে । দশ বছরের প্রেম । সেই ক্লাস নাইনে ক্ষনিকের আলাপের মাঝে শুরু হওয়া সম্পর্ক একসময় ভালোবাসায় পরিনত হয় । আজ দুজনই প্রতিষ্ঠিত । দুজন অনেক বাধা বিপত্তি কাটিয়ে একে অন্যের জীবনসঙ্গী ।
ইদানীং কামালের ভালো লাগেনা রিমাকে । দিন দিন কেমন যেন বিরক্তিকর হয়ে যাচ্ছে সে । রিমার চেহারা খুব একটা সুন্দর না । তারুন্যে সব মেয়েকেই মাঝে মাঝে সুন্দর লাগে । কবি সাহিত্যিকরা কন্যাসুন্দর অালো , কালো জগতের আলো .. এইসব বুলশিট বইপত্রে লিখলেও বাস্তবতা ভিন্ন । রিমার মোটা চর্বিবহুল দেহ আর ভালো লাগেনা কামালের । চোখ বন্ধ করলে ওর মনে ভেসে উঠে কোন তন্বী সুন্দর কোমলমতী টানা চোখের মায়াবতীর চেহারা ।
উপরের ঘটনাটি কাল্পনিক হলেও তা বাস্তবতার বহি:প্রকাশ । মন যতোই সুন্দর হোক না কেন চেহারা কালো বা শ্যামলা হলে সে মেয়ের আর কোন দাম নাই । সে পুরোনো হয়ে যায় তার সবচাইতে বিশ্বস্ত প্রেমিকের কাছেও । কবিতা , গান, আবেগ , ভালোবাসা এইসমস্ত জিনিস কেবল সুন্দর এবং সৌন্দর্য দেখলেই মনে আলোড়ন তুলে ।
লেখাটি কিছুটা অফেন্সিভ হলেও সত্য । জানি অনেকেই আমাকে বিকৃত রুচির অধিকারি, সাইকো , বর্নবাদী ... এইসব বলবেন । কিচ্ছু যায় আসে না তাতে । নিজেকে একবার নিজেই জিজ্ঞেস করুন আমি সত্য বলছি না মিথ্যা বলছি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




