প্রতিবেশিনীর প্রতি
অনূদিত হবে অভূতপূর্ব অভিব্যক্তি, ভাষা
বর্ণমালাকে ঘিরে।
বিচলিত সেই আমি
তোমাকে চমকে দিয়েছিল একদিন
অথচ সেদিন প্রতিযোগিতার ছলে
অপরাজিতার রূপে
মঞ্চের পরে স্থির হয়ে ছিলে;
যেন প্রস্তর প্রস্তর অবিকল।
অতৃপ্তি ছিল সে অবধি বহুকাল।
মূলত বিশ্ববিশ্রুত প্রদীপের
পাদদেশে থাকে মৃত নির্বাক পতঙ্গদের দেহ।
অনন্য এক দূরতর দ্বীপ, আভা
চকিতে জেগেই পুনরায় ডুবে গেল
সকলের অগোচরে।
যেখানে কখনও মানুষ চিহ্ন-রেখা
পারেনি রাখতে পারবে না কখনই।
তবে ইদানিং নির্ভুলভাবে বুঝি
ধরে রাখে এই ধরণী তোমাকে কখন কোথায় তার
হৃদয়ে, শরীরে, দেহে।
সমস্ত রাত তোমাকে আঁকতে গিয়ে
কত বিকৃত করেছি সহজে অনিচ্ছা সত্ত্বেও।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




