* পাখিদের মধ্যে আলবাট্রস স্রেফ ডানা মেলে রাখলেই দিনভর আকাশে ভেসে থাকতে পারে।
* রোগা স্বাস্থ্যের অধিকারীর চেয়ে মোটা লোকের পানিতে ভেসে থাকতে সুবিধা বেশি। কারণ মোটালোকের চর্বিতে থাকে ক্ষুদ্রাতিক্ষুদ্র অসংখ্য বায়ুকোষ। বাতাস যেহেতু পানির চেয়ে হালকা, কাজেই চর্বিওয়ালা মানুষের অধিক সময় ভেসে থাকতে সুবিধাটাও হয় বেশি।
* পৃথিবীতে ক্যামিলিয়ন আছে ১২০ রকমের। এই বহুরূপী গিরগিটিদের বেশিরভাগ থাকে আফ্রিকায়।
* পৃথিবীর সবচেয়ে উঁচু দালান সিয়ার্স টাওয়ারের জানালার সংখ্যা মোট ১৬ হাজার।
* প্রাণিকুলে মানুষই একমাত্র প্রাণী, যারা চিৎ হয়ে ঘুমোয়।
* আমাদের চার কোয়ার্ট পরিমাণ রক্তে লোহিত রক্ত কণিকার পরিমাণ থাকে ২০ মিলিয়নের মতো। আর প্রতিটি লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ প্রায় ২৮০ বিলিয়ন।
* আজব হলেও সত্য যে, আমাদের চাঁদে যে খানাখন্দ
আছে, তার চারগুণ খানাখন্দ রয়েছে মঙ্গল গ্রহে।
* প্রজননের দিক দিয়ে প্রাণিজগতের স্বাভাবিক নিয়মের বিপরীত কাণ্ডটি দেখা যায় পিগ্ফিশের বেলায়। এমনিতে সাধারণত স্ত্রী-মাছগুলোই ডিম পাড়া এবং বাচ্চা ফোটানোর দায়িত্বে থাকে। কিন্তু পিগ্ফিশের বেলায় স্ত্রী-মাছ ডিম পাড়ে পুরুষ মাছের পেটের এক বিশেষ থলিতে। ডিম থেকে পোনা বেরোতে সময় লাগে ১৭ থেকে ২১ দিনের মতো। থলের এক বিশেষ ফাঁক দিয়ে বেরিয়ে আসে পোনাগুলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



