২৮ অক্টোবর মিডিয়ার সামনে প্রকাশ্য রাজপথে সাপের মত মানুষ পিটিয়ে মারার মধ্য দিয়ে বুনো হায়েনার যে উল্লাস এ জনপদে শুরু হয়েছিল তার ষোল কলা এবার পূর্ণ হল।
তুমি মানুষ মেরে উল্লাসে মেতে উঠছ। তুমি নিজের ভাই মেরে শত্রু মেরেছ বলে নিজেকে মিথ্যা প্রবোধ দিচ্ছ। তুমি রক্তের হোলিখেলা শুরু করে জনগণকে গণতন্ত্রের নামতা শেখাচ্ছ। তোমার সাইকো মগজ নিসৃত কথা গিলাচ্ছ জাতিকে। আমি স্পষ্ট বলে দিতে চাই, হে রক্তপায়ী খুনে জল্লাদ বাহিনী ! ভাই হত্যায় কোন মানুষ উল্লাস করতে পারে না, যে উল্লাস করে তার সাথে হায়েনার কোন পার্থক্য নেই।
স্বাধীন বাংলাদেশে এ যাবতকালের সবচেয়ে বেশী আসন জিতে ক্ষমতায় আসা জোট সরকার যে জাতিকে এত বড় কলংকজনক ইতিহাস উপহার দিবে তা আমরা কখনো ভাবতে পারিনি। আমরা ভাবতে পারিনি আমাদের এই জীবনে এই দেশেই দেখে যেতে হবে শতাব্দীর ভয়াবহতম একটি গণহত্যা। খুন, গুম, ধর্ষণ, দুর্ণীতি, শেয়ার বাজার কেলেংকারি, হলমার্ক কেলেংকারি করার পরও একটি সরকার কাদের সমর্থন পেতে পারে ? যাদের চিন্তা করার ক্ষমতা নেই, যারা নির্বোধ, যারা সব কিছুর উপরে নিজ দলকে প্রাধান্য দেয় একমাত্র তারাই।
আজ যে খুনের উদ্বোধন তোমরা করলে তার মূল্য আরো কয়েক শতাব্দী ধরে জাতিকে দিতে হবে। একটি জনগোষ্ঠীকে তোমরা নিশ্চিহ্ন করতে পারবে না। তোমরা পারবে না তোমাদের সাধের সেক্যুলার রাষ্ট্রের নামে একটি ধর্মকে চিরতরে মুছে দিতে।
আজ ইসলাম এবং মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করিয়ে তোমরা যে বিভাজনের রাজনীতি শুরু করেছ এর প্রতিদান তোমাদেরকে দিতে হবে। ইতিহাস সাক্ষী, গণহত্যা করেও এদেশের মুক্তিকামী মানুষকে দাবিয়ে রাখা কখনো সম্ভব হয়নি। এবারও সম্ভব হবে না
পরিশেষে একটি মাত্র বাক্য উচ্চারণ করতে চাই, আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে এখন আমার আর ফেরার উপায় নেই।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



