সিদ্দিক মিয়া গরীব কৃষক। রাস্তা থেকে বা পরের ক্ষেত থেকে কুড়িয়ে পাওয়া কিছু শুকনো খড়, ডোবা থেকে আনা কিছু কচুরি-পানা, ভাতের মাড় ছাড়া নিয়মিত খাবারের বাইরে গরুটার তেমন কিছু জুটে না। জুটবে কিভাবে? উনার সেরকম জমিই নেই যা থেকে কিছু লতাপাতা আর ঘাস এনে গরুটাকে খাওয়াবে। তবে গরুটার সুসময় যায় সে বছর যে বছর মিষ্টি আলু আর মূলার বাম্পার ফলন হয়। সিদ্দিক মিয়া তখন লাভ করতে না পারা কৃষকদের ফেলে দেওয়া আলু আর মূলা কুড়িয়ে এনে গরুটাকে খাওয়ায়।
আজ বেশ সকাল সকাল গরুটার ঘুম ভেঙ্গে গেল। উঠেই দেখে তার গলায় কোন দড়ি বাধা নেই!!!! এদিক-ওদিক তাকিয়েই ভোঁদৌড়। দৌড়াচ্ছে কেবল দৌড়াচ্ছেই, কখনো কাউকে ভয় দেখিয়ে কখনো নিজে ভয় পেয়ে...... অবশেষে থমলো গিয়ে একটা মাঠের সামনে। বিস্তির্ণ মাঠ, পুরোটাই লম্বা-লম্বা তাজা ঘাসে ভর্তি, তার এক পাশে একটি বাড়ি। এখন গরুটা কী করবে? তাজা ঘাস পেয়ে খাওয়া শুরু করবে? নাহ, এই গল্পের লেখক হিসেবে আমি যা চাই ও তাই করবে । সিনেমার ডিরেক্টররা যেমন তাদের ইচ্ছে মত নায়কদের এক্সটা পাউয়ার দিয়ে থাকেন, নিজেদের ইচ্ছে মত কাহিনী ঘুরিয়ে পাকীয়ে দর্শনার্থীদের ধাঁধায় ফেলে রাখেন আর নিজেদের সিনেমাকে হাই-থট সিনেমা হিসেবে স্বীকৃতি পেতে চান তাদের মত আমিও গল্পটাকে রসাই
কিছুক্ষন যেতে টিন-টিন শব্দ শুনা গেল। শব্দটা যেন দূর থেকে কিছুটা কাছে এসে থেমে গেল। আবার থেমে-থেমে বাজছে। গরুটা দাড়াল, ওইতো...... এক নজরে তাকিয়ে আছে। কী সুন্দর, গলায় ঘুঙুর ঝুলছে; ঠিক দিল ওয়ালে দুলহানীয়া লে জায়েংগে এর মত। তাহলে ওকে কি সিমরান নাম দেয়া যায়? নাহ পাছে লোক আবার বলবে কাজল এবং শাহরুখ খানকে গরুর সাথে তুলনা করা হয়েছে। লালী নামটা দেয়াই ভাল। গল্পের নায়ক ঘাস খাচ্ছে আর লালীর দিকে আস্তে-আস্তে এগুচ্ছে। টিন-টিন শব্দের মোহ যেন তাকে তাড়া করছে, কাছে টেনে নিয়ে যাচ্ছে; কখন যে ও লালীর সাথে ধাক্কা খেল............ এইমাত্র। দুজন দুজনের দিকে তাকাল, চোখের পলক একটু থেমে-থেমে পড়ছে। গাইবে ‘তোঝে দেখা তোয়ে জানা সানাম, পেয়ার হোতা হে দিবানা সানাম’...... নাহ, ও বলে হাম্বা; বেচাড়া গরু।
এক সাথে ঘাস খেয়ে বেড়াচ্ছে, কে প্রতিদিন কী খায় তা শেয়ার করছে ইত্যাদি-ইত্যাদি। হটাত লালীকে আনমনা দেখাচ্ছে, ও কী যেন দেখছে, পাশের বাড়ির খড়ের পাড়া। মানে কী লালী কি খড়ের পাড়ায় যেতে চায়? গল্পের নায়ক ও দেখি লালীকে ইশাড়া করছে, চোখ মারছে খড়ের পাড়ায় যাওয়ার জন্য। কি লিখতে চলেছি আমি এইসব? এতো দেখি বাংলা ছবির দৃশ্যের মত হয়ে যাচ্ছে। কিন্তু ওরা আমার কথা শুনছে না, চলে যাচ্ছে। ঐ দিকে আমার লেখার মান-সন্মান গেল বলে!! চলেই গেল......
ওরা খড় খাচ্ছে, খাচ্ছেতো খাচ্ছেই; যেন কোন দিনই খায়নি। লালী টেনে টেনে খড় বের করে দিচ্ছে আর ও খাচ্ছে। কতক্ষন ধরে পানি খাচ্ছেনা তার কোন হিসেব নেই, শুধু খড় খাচ্ছে। একসময় গলায় খড় আটকে গেল, ওর শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। লালীটা আবার দুষ্টুমি করছে, তার লেজ দিয়ে পিঠে পেটাচ্ছে। সামনে আবছা-আবছা পানির গামলাটা দেখা যাচ্ছে। পানির গামলা আবার আসলো কোথা থেকে, এখানে তো ছিল না? শ্বাস কষ্টটা বেড়েই চলছে। পানি খেতে যাবে এমন সময় তার ঘোর কাটল। সিদ্দিক মিয়া গরুটার দড়ি ধরে টানছে আর পেটাচ্ছে “অই উঠ, মাঠে যাইতে হইব। গতকাল রমিজুদ্দিন রে কইয়া আইছিলাম ওরে লইয়া হাল টানমু”।
............................................................................................................
[১]http://www.prothom-alo.com/detail/date/2012-03-31/news/236689

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




