তাদের আঙ্গুল ছিল কী-বোর্ডে, হাতে কলম ছিল আর হৃদয় জুড়ে একটাই নাম, 'বাংলাদেশ'
ঘরের কোণ ছেড়ে হঠাৎ একদিন তারা এসে দাঁড়ালো রাস্তায়
পৃথিবী তখনো বোঝেনি কি অনিঃশ্বেষ ক্ষমতা ওই তারুণ্যের মাঝে
তারপর তারা দৃপ্তকন্ঠে বলে উঠল, 'এবার যুদ্ধ হোক'।
স্লোগান তুলে তুলে গলা ভেঙ্গে গেছে, চোখে তবু স্বপ্নের ঝিলিক,
রোদে পোড়া, ঘর্মাক্ত সব মায়াবি মুখ, চোখে তবু স্বপ্নের ঝিলিক।
হাজার বছরের এই স্বপ্নের শুরু আছে, শেষ নেই...
বিধাতা বলেছিলেন, 'লেট দেয়ার বি লাইট', তারপর থেকে আলোকিত এই বিশ্বজগত,
কিছু নোংরা জানোয়ার কতটাই বা আর আঁধার ছড়াবে তাতে?
যতটুকু মেঘ তবু জমেছিল এই বাংলার আকাশে
কসম খোদার, এই শাহবাগ মোড়ে এসে থমকে যাবে।
যেখানে ধরণী কেঁপে উঠে আহত হুংকারে,
সেখানে আলো আসবেই, আলো আসবেই...
এখানে লীগ নেই,দল নেই, আছে শুধু বুভুক্ষ বাঙ্গালীর ডাক।
যারা বোঝেনা,শোনেনা সেই জীবনের আহ্বান,
তারা যেন একবার ঘুরে যায় এই 'প্রজন্ম চত্ত্বর'
আকাশ বাতাস জুড়ে যেখানে প্রতিধ্বনিত হয় জাগরণের গান,
যেখানে লক্ষ বাঙ্গালীর বুক জুড়ে ঘটে নিত্য স্ফুরণ,
সেখানে জাগতেই হবে...জাগতেই হবে বিবেক তোমাকে।।
(প্রজন্ম চত্বরের সকল বীর যোদ্ধার প্রতি উৎসর্গীকৃত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




