অনেকদিন আগে এক বন্ধুর মুখে শোনা গল্প।
দুই রাখাল বালক মাঠে বসে গল্প করসে।
১: জানস চায়ে ভিজাইয়া টুস বিস্কুট খাইতে না খুব মজা।
২: তুই জানলি কেমনে? খাইসস কুনু দিন?
১: না। আব্বায় কইসে
২: তর আব্বায় খাইসে?
১: না।
২: তয় জানলো কেমনে মজা?
১: আব্বায় হাটে গেসিল। হেইহানে দেখসে এক ব্যাডায় চেয়ারে পাও তুইল্ল্যা বইয়া চা দিয়া ভিজাই ভিজাই টুস বিস্কুট খাইতাসে। কি যে মজা লাগতাসে!!!!!!
কয়দিন ধইরা UK ইলেকশন নিয়া আমাগো মাতামাতি দেইখা আমার এই গপ্পোডাই খালি মনে পরতাসে।
উরে বাবা, কতো যে এনালিস্ট, কতো যে জল্পনাকল্পনা।
আরে ভাই থামেন। আপ্নাগো ভাবসাব দেইখা মনে কয় আপনারা সব জানেন খালি জানেননা নিজে কবে ভোট দিতে পারবেন।
জাউগগা। সবাই বালা থাকবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


