দেশে বেসরকারি টিভি চ্যানেল চালু হবার পর সবচাইতে বেশী আলোচিত হয় টক শো। প্রতিদিন রাতে ধোয়ামোছা চলে দেশের সরকারের। দেখানো হয় কত সহজেই বাংলাদেশ আবার সোনার বাংলা হতে পারে!! অথচ দুই যুগে কি পেলাম?
কী-বোর্ড যোদ্ধারাও কম যায়না। কত বিপ্লব হয়ে গেলো কী বোর্ড ঘিরে!! ফলাফল? কিছু সুযোগ সন্ধানীরা এখন ইউরোপে আর কিছু জেলে বা জামিনে। একটা লাভ হয়েছে ব্লগ বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে। এখন ভাইরাল হবার ভয় কিছুটা হলেও আছে। গোল্ডফিশ মেমরি বলে যে বদনাম ছিল, তা আর নেই। সবাই তীক্ষ্ণ নজর রাখে। ধরা পড়ে শাহেদ,পাপিয়া,পরীমণি বা হেলেনা।
আশা ছেড়ে দেবার মতো কিছু হয়নি। যে যার অবস্থান থেকে দায়িত্বশীল লেখালেখি করে যান, ফলাফল আসবেই।
জেগে থাকুক দেশপ্রেম।
সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


