তুমি এখন অনেক ভাল আছ। কিছু মানুষ সব সময়ই ভাল থাকে। দুঃখ কিনবা বিরহ তাদের স্পর্শ করতে পারেনা। আমি হয়তো তোমার কথা একটু বেশী ভাবতাম। প্রচন্ড ভালবাসা থেকে ভর করেছিল হারনোর ভয়। সেই তো হারিয়েই গেলে...অযথা ভাবনাটাই হলো অামার কাল।
যদি প্রচন্ড বৃষ্টিঝড়া দেখে, অথবা শীতের কুয়াশা দেখে, অথবা রেললাইন দেখে অামায় মনেপড়ে, চোখের পলকে হাজারও স্মৃতি মনের আঙ্গীনায় উকি দেয়, যত দুরেই থকিনা কেন আমি বুঝতে পারবো তুমি আমাকে ভাবছ। খানিকটা অবসর বের করে তোমার মুখের দিকে তাকিয়ে কিছুটা সঙ্গ তোমায় দিব, তুমি অনুভব করে নিও।
বি:দ্র: আজ শনিবার নরমালি ছুটির দিন, বড় স্যার বলছিলেন সবাইকে অফিসে আসতে হবে। এসে বসে আছি, কোন কাজ নেই। এই অবসরে তোমার ভাবনা আসলে কি করবো বলো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




