ডিসেম্বর এবং জানুয়ারী এই দুইমাস শীত শেষেই গরমের প্রকোপ শুরু হয়ে যায় বাংলাদেশে। আর গরমের মাত্রাটাও যেন বাড়ছে প্রতি বছরেই। শীতের দিনে তবুও গায়ে গরম কাপড় দিয়ে আর রাতে লেপ-কম্বলে কাটিয়ে দেয়া যায় কিন্তু গরমে সে সুযোগ নেই বরং তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিদ্যুতের লোডশেডিংও বাড়তে থাকে। ফ্যানের বাতাসও এতো গরম হয়ে যায় যে সে বাতাস গায়ে লাগলেও গায়ে জ্বালা ধরে যায়। যাদের সামর্থ্য আছে তারা এসি ব্যবহার করতে পারেন। যদিও তা অনেক ব্যয় সাধ্য, এবং বিদ্যুতের লোডশেডিং থাকায় নিয়ম করে চালানোও সম্ভব হয়ে উঠে না।
বিগত কয়েক বছর হলো বাংলাদেশে এয়ার কুলার এর ব্যবহার শুরু হয়েছে। কাজেই এয়ার কুলারকে নতুন করে পরিচয় করিয়ে দেবার প্রয়োজন নেই। তবুও চলুন জেনে নেয়া যাক এয়ারকুলার এর কাজ এবং এর প্রকার ভেদ।
এয়ারকুলার মুলত পানি ভেজানো একটি প্যাডের ভেতর দিয়ে বাতাসকে প্রবাহিত করে গরম বাতাসকে ঠান্ডা বাতাসে রূপান্তরিত করে। বাতাসকে বেশি ঠান্ডা করার জন্য অনেক এয়ারকুলারে আলাদা বরফ চেম্বার রয়েছে।
বাংলাদেশে তিন ধরনের এয়ারকুলার দেখা যায়। পরসোনাল, রুম এবং ডেজার্ট এয়ারকুলার।
পারসোনাল এয়ারকুলার মুলত ছোট কার্যক্ষমতার এয়ারকুলার, যার একটি রুম ঠান্ডা করার ক্ষমতা নেই কিন্তু গায়ে ঠান্ডা বাতাস দিতে পারে। বিছানার পাশে রেখে আপনি ঠান্ডা বাতাস পেতে পারেন। এধরনের এয়ার কুলারের পানি ধারনের ট্যাংক এর সাইজ ছোট হয় এবং দামও কম। মাত্র ৫০০০ হাজার টাকা থেকে শুরু করে ১০০০০ হাজার টাকার মধ্যেই এধরনের এয়ার কুলার পাওয়া যায়।
রুমএয়ারকুলার কার্যক্ষতার দিক দিয়ে একটি শক্তিশালী। এ ধরনের এয়ারকুলার ঘন্টায় প্রায় ২লিটার পানি বাস্পে রুপান্তর করতে পারে, এর পানির ট্যাংক এর ধারন ক্ষমতাও বেশি এবং একটি রুমকে কাভার করতে পারে। এধরনের এয়ারকুলার সাধারনত ১০০০০ টাকা থেকে শুরু হয়ে বিভিন্ন দামের হয়।
ডেজার্ট এয়ারকুলার মুলত একটি রুমের থেকেও বড় এরিয়া কাভার করতে পারে। আয়তনে এবং দামে অবশ্যই বেশি।
আমাদের দেশে অনেকেই যে ভুলটি করে থাকেন সেটি হলো ছোট আকারের পারসোনাল এয়ারকুলার কিনে আশা করেন তার রুম এসির মতো ঠান্ডা হবে। কিন্তু পরে হতাশ হন।
এয়ারকুলার নিয়ে অনেকের ভুল ধারনা এই যে এটি এসির বিকল্প বা এসির প্রায় কাছাকাছি ঠান্ডা করতে পারে। কিন্তু এ ধারনা ভুল। এয়ারকুলার শুস্ক এবং গরম আবহাওয়ায় রুমের তাপমতা্ত্রা কয়েক ডিগ্রী কমাতে পারে। ঠান্ডা হাওয়া প্রবাহের পাশাপাশি রুমের আদ্রতা বাড়িয়ে ঘরের তাপমাত্রাকে সহনীয় করতে পারে। মনে রাখতে হবে এয়ারকুলার কোনোমতেই এসির বিকল্প নয়।
এসি এবং এয়ারকুলারের মধ্যে পার্থক্য:
এয়ারকুলার:
০১. যন্ত্রের দাম কম
০২. ইনষ্টলেশনের ঝামেলা নেই
০৩. এঘর ওঘর নড়ানো যায়
০৪. খুবই কম বিদ্যুত খরচ (এসি থেকে ৮০% কম)
০৫. ঘরে এবং বাইরে দুই যায়গাতেই ব্যবহার করা যায়
০৬. পরিবেশ বান্ধব
০৭. কার্বন নির্গত করে না
০৮. ই্উপিএস/আইপিএস এ চালানো যায়, এমনকি কিছু এয়ারকুলার এ বিল্টইন ব্যাটারী দেয়া আছে, বিদ্যুত চলে গেলেও ৬-৭ঘন্টা চলে
০৯. ঘরের তাপমাত্রা কয়েক ডিগ্রী কমাতে পারে
১০. ঘরের আদ্রতা ৪০% এর বেশি থাকলে এয়ারকুলার থেকে ভালো ফলাফল পাওয়া যায় না
এয়ারকন্ডিশনার(এসি)
০১. দাম বেশি
০২. ইনষ্টল বা দেয়ালে সেট করতে হয়
০৩. ফিক্সড, নড়ানোর সুযোগ নেই
০৪. অনেক বিদ্যুত খরচ
০৫. শুধুমাত্র ঘরেই ব্যহার করা যায়
০৬. পরিবেশের জন্য ক্ষতিকর
০৭. কার্বন নির্গত করে (সবগুলো নয়)
০৮. আইপিএস এ চালানো যায় কিন্তু এ ধরনের আইপিএস এর দাম অনেক
০৯. ঘরের তাপমাত্রা অনেক কমাতে পারে
১০. যে কোনো আদ্রতাতেই ঘরের তাপমাত্রা কমাতে পারে
বাংলাদেশে যে সকল ব্র্যান্ডের এয়ারকুলার পাওয়া যায়: ওয়াল্টন, সিশ্ফনী, ভিডিওকন, মালার্ড ইত্যাদি।
http://www.familyneeds.net/category/personal-air-cooler/

আলোচিত ব্লগ
নেতৃত্ব না ‘পূজার আসন’? বিএনপির ভেতরেই কি এক নতুন ‘ফেরাউন’ উঠে আসছে?
নেতৃত্ব না ‘পূজার আসন’? বিএনপির ভেতরেই কি এক নতুন ‘ফেরাউন’ উঠে আসছে?
সম্প্রতি কওমি ভিশনের একটি পোস্টার সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেখানে উঠে এসেছে বিএনপি-সংশ্লিষ্ট কিছু... ...বাকিটুকু পড়ুন
আমাদের শাহেদ জামাল- ৮১
শাহেদ। শাহেদ জামাল। আমার বন্ধু।
বড় ভালো ছেলে শাহেদ। অথচ তার চাকরিবাকরি নেই। চাকরিবাকরি তার দরকারও নেই। যার ঘরসংসার নেই সে চাকরি দিয়ে কি করিবে? অবশ্য টাকা এমন... ...বাকিটুকু পড়ুন
আপনি ভিক্ষা দিচ্ছেন মানে আপনি জাতিকে পঙ্গু করছেন
ভিক্ষা হলো একটি সংস্কৃত শব্দ এর অর্থ হলো চাওয়া বা প্রার্থনা করা যা ভারতীয় ধর্ম যেমন জৈনধর্ম, বৌদ্ধধর্ম ও হিন্দুধর্মে ভিক্ষাকরা বা চাওয়ার কাজকে বোঝাতে ব্যবহৃত হতো। প্রাচীনকালে ভিক্ষা... ...বাকিটুকু পড়ুন
=ভাল্লাগে না কোনো কিছু=
ভাল্লেগা না কোনো কিছু
মন বসে না কাজে,
কোন সে দুঃখ জমা হলো
বুকের ভাঁজে ভাঁজে।
ভাল্লাগে না আজকে আমার
মন যে উদাস হলো,
দু'চোখ আমার নীল বেদনায়
জলে টলোমলো।
বৃষ্টি এলো বৃষ্টি গেলো,
আনমনা হই আরও,
মন জমিনে কোন... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। পদ্মার ইলিশ বিখ্যাত গোটা পৃথিবীতে , কেন ??[/sb
Padma Hilsa- বিশেষজ্ঞদের একাংশ দাবি করেন, পদ্মার জলে পুষ্টিগুণ ভাল। সেখানে কাঁকড়া, ঝিনুক, শৈবাল ইলিশের খাবার। আর তা থেকে পর্যাপ্ত পুষ্টি পায় ইলিশ। ফলে মাছের স্বাদও হয়... ...বাকিটুকু পড়ুন