
শহরটা খুব শান্ত চুপচাপ
নিয়ন আলোয় রোদ মেশানো রঙ
শহরটা খুব নৈঃশব্দের গান
রাত কুয়াশায় বিস্ময়ে বরং
সবাইকে কেউ গান শুনিয়ে যাক ...
গান শুনিয়ে যাক পাহাড়ি ফুল
গান শুনিয়ে চড়ুই পাখীর দল
শহর বাতাস শীষ কাটে, কোন সুর
অনেক দূরে থামছে কোলাহল
শান্ত শহর, স্মৃতিকাতর মন...
মন চলে যায় অশ্বত্থ, শীতকাল
মন চলে যায় উজান সে সব দিন
মন চলে যায় ভালোবাসার শব্দে
বাতাস হয়ে সুরের ভায়োলিন
শহরটা খুব শান্ত, চুপচাপ
ফুটপাথ- রোড, ট্রাফিক অলস রাত
এমন রাতে একটা মানুষ একা
আকাশ উজাড়, শব্দ খোঁজে খুব -
সেই মানুষের সুখী হাসিমুখ ।
ইউটিউব লিংকঃ সেই মানুষের সুখী হাসিমুখ
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৩:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


