এক নয়া ব্লগারের আগমন, একদম আনকোরা ব্লগার, এতদিন শুধু পড়তো সব লেখা, এখন অনেক কষ্টে মাউস টিপে টিপে লেখছে।
Click This Link
----------- অন্য কথা ------------------
মেয়ে ব্লগার হলেই মনে হয় সুবিধা, ২৪ ঘন্টাতেই লেখা পরথম পাতাতে চলে আসে।
--------------
এই নয়া ব্লগাররে আবার মাইয়া ভাইবেন না।
চারদিনেও পোলাটা পরথম পাতায় লেখবার পারতাছে না, দুষ্ক,দুষ্ক,দুষ্ক,।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১০ রাত ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






