নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের বিচ্ছিন্ন এলাকা দক্ষিণ গাঙচিল আবাসিক এলাকা। আশপাশের পাচ-ছয় কিলোমিটারের মধ্যে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। ফলে ওই এলাকার স্কুলে যেতে ইচ্ছুক প্রায় এক হাজার শিশু এতোদিন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত ছিল। বিষয়টি জানার পর নোয়াখালী জেলা প্রশাসক মোঃ হাবিবুল কবির চৌধুরী কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনির হোসেন চৌধুরীকে দুর্গম এ চর এলাকায় একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ার নির্দেশ দেন।
ইউএনও মোঃ মুনির হোসেন খান গতকাল চরএলাহী ইউনিয়নের দুর্গম চরের গাঙচিল ৯ নাম্বার ওয়ার্ডে গিয়ে শিশুদের শিক্ষার আলোয় বিকশিত করার জন্য একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। তিনি সরকারি ৫০ শতাংশ খাসজমি চিহ্নিত করে সেখানে মাটি ভরাট, স্কুল ভবন তৈরিসহ আনুষঙ্গিক কাজ শুরু করেছেন। এ জন্য স্থানীয় ইউপি মেম্বার জসিম উদ্দিনকে সভাপতি করে কমিটিও গঠন করা হয়।
ইউএনও আশা প্রকাশ করেন, ইনশাআল্লাহ চলতি জানুয়ারি মাসেই ওই স্কুলে শিশু ভর্তির কার্যক্রমসহ স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তিনি আরো বলেন, ভবিষ্যতে এটিকে একটি পূর্ণাঙ্গ হাই স্কুল করারও চিন্তা-ভাবনা চলছে। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সিপিপির সহকারী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশ্রাফী, চরএলাহী ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিছ মিয়া প্রমুখ।
http://www.jaijaidin.com/details.php?nid=47563
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




