আমি শুধু হেঁটে চলি অন্তহীন পথে
ভুলে গেছি উন্মাদ ভুগোলের সূত্রাবলী
মদঘোলা করে সুরার পাত্রটাকে নামিয়ে রেখে
মুখে বলি হরি, ও হরি ক্যামনে তোমায় ধরি।
ধূসর পান্ডলিপি বন্ধ করার আগে
সবকিছু দেখে নিও নাগরিক আচেঁ
পাখি ভুলে গেলে তার নিজস্ব স্বর
বিড়ালের চোখে ভাসে ইঁদুরের ছবি
মুখে বলি হরি, ও হরি ক্যামনে তোমায় ধরি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



