যা হয়েছে তা ভালই হয়েছে ,
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
কোন কারনে যদি কখনো কারো মন খারাপ থাকে, তখন এই লেখা গুলো কয়েকবার পড়লে আশা করি তার মন ভালো হয়ে যাযে। এটা আমার জীবনে বাস্তব পরীক্ষিত। এটা আমার প্রথম পোষ্ট ভুল হলে আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই লেখাটি পূর্বে এখানে প্রকাশিত
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১১ রাত ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



