তিন দিন চেষ্টা করিবার পর জনৈক এক চিকিৎসকের সাক্ষাৎকারের আনুক্রমিক পেয়েছিলুম ১৩৩৯ নং। তাঁহার সহকারী অবগত করিল চতুর্থদিন আসিবেন। মনে সন্দেহের অবতারনা হইলো ,"কি করিয়া তিঁনি চারিদিনে এহেন সংখ্যক রোগী পর্যবেক্ষন করিবেম!!??" জানিতে পারিলাম মহাশয় প্রত্যহ তিনশত রোগী ভক্ষন মাফ করিবেন পর্যবেক্ষন করেন। এখনে উল্লেখ থাকে যে, তাঁহার দর্শনী পনেরশত টাকা মাত্র। হিসেব করিয়া দেখিলাম তাহার দৈনিক আয় ৪৫০,০০০ টাকা মাত্র। মনে প্রশ্নের উদ্দ্যেগ হইয়াছিলো তিনি আয়কর কত পরিশোধ করেন !!??
আজিকে এক বিশেষ মাধ্যমে জানিতে পারিলাম, তাহার পরিশোধকৃত আয়করের পরিমান ৫,০০০ টাকা। মাথায় আসমান ভাংগিয়া পড়িল। তাহাহইলে আয়করের বাধ্যবাধকতা শুধুই আমার মতন দুই পয়সার চাকুরীজীবিদের !!!!!!
মাল সাহেবের প্রতি বিশেষ পরামর্শ : "দয়া করিয়া ডাক্তারদের দর্শনী ব্যাংক একাউন্টের মাধ্যমে গ্রহন করিবার আশু ব্যাবস্থা করা হউক।"
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




