বিডিটিপ্স ডটকম (http://www.bdtips.com) -এ ’অথর অব দ্য ডে’ নামে একটি প্রতিযোগীতা চলছে। যে ভিজিটরের পোস্ট করা আর্টিকেলটি সবচে ভালো হবে তাকে এই উপাধী দেয়া হয়। তার প্রোফাইল লিংক ও ছবি বিডিটিপস-এর হোম পেইজে পাবলিশ করা হয়। সঙ্গে সে বাড়তি ৫ পয়েন্ট (প্রতিটি আর্টিকেল পাবলিশ হলে সর্বোচ্চ ১১৫ +৫ টাকা আয় করা যায়) অর্জন করে। প্রতি পয়েন্ট টাকা উঠাবার সময় প্রতি টাকা হিসেবে বিবেচিত হয়। বিষয়টা ভালোই মজার। এটা ভিজিটরদেরকে লিখতে উৎসাহিত করে। তবে দুঃখের কথা হলো এ সাইট থেকে মাসে ১০০০ এর বেশি টাকা আয় করা খুব কঠিন। এ বিষয়ে বিডিটিপসের মন্তব্য
“বিডিটিপস আপনার মূল উপার্যনের উৎস নয়। এটা বিনোদনমূলকভাবে ও জ্ঞাণার্যনের মধ্যে দিয়ে অবসরে কিছু বাড়তি আয়ের উপায়। বিডিটিপস কে তুলনা করা যায় একটি পিগি ব্যাংকের সাথে। ধরম্নন আপনি প্রতি মাসে ৫০০ টাকা করে উপার্যন করলেন (এর জন্য প্রয়োজন এক মাসে মাত্র ৭ থেকে ৮ আর্টিকেল পাবলিশ হওয়া; একদিনে আপনি সর্বোচ্চ ২টি আর্টিকেল সাবমিট করতে পারবেন)। - এতে করে ৫ মাস পর আপনি একসাথে ২৫০০ টাক পেয়ে যাচ্ছেন। তবে অপেড়্গাটা আপনার নিজের উপর। নূন্যতম একশ টাকা আয় করলেই টাকা তুলতে পারাবেন যে কেউ।”
আমি ব্যক্তিগতভাবে মনে করি, বিডিটিপস সত্যিই একটি চমৎকার উদ্যোগ। যারা ইংরেজীতে ভালো এবং যারা আজে বাজে ওয়েবসাইটে অহেতুক সময় নষ্ট করেন, তাদেরকে গঠণমূলক কিছু করতে উৎসাহিত করছে বিডিটিপস - সাথে যদি এ সাইট থেকে প্রতিমাসের মোবাইলের কার্ড কেনার টাকাটা চলে আসে - তাতে ড়্গতি কী? একটু ধৈর্যø ধরে অপেড়্গা করলে এবং কিছু টাকা জমা হবার সুযোগ দিলে এ সাইট থেকে উপার্যিত আয় দিয়ে একটা মোবাইল সেটও কেনা সম্্ভব।
তাই আমি বলবো - বিডিটিপস বাংলাদেশের জন্য এমনকি সমগ্র বিশ্বেও একটি নতুন ধারার ওয়েবসাইট (এই সাইটের আয় করার ধারণাটা সমগ্র বিশ্বে্ই মৌলিক (যদিও কিছুটা মিল আছে হাব পেইজ ও আর্টিকেল বেইজ এর সাথে)।
বিডিটিপ্স - থেকে আয় করার সব নিয়মগুলো আমার অন্য পোষ্ট-এ পাবেন। পোষ্টটির ঠিকানা
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



