প্রথম পর্ব : আমার আগের পোস্টে।
চট্টগ্রামের মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলে পড়তাম একসময়। স্কুল জীবনের কিছু মজার স্মৃতি শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে।
৫। টিফিনঃ টিফিনের জন্য আমাদের স্কুলটা মোটামোটি খুবই ফেমাস ছিলো , খুব ভালো ভালো খাওয়া দিত। এমন কি ফলের মৌসুমে ফলও, আম, আপেল, কমলা, কলা, রুটি, বন, বিস্কুট,আরো অনেক কিছু। একবার হেড স্যারের মাথায় আসলো, ছাত্রদের আনারস খাওয়াতে হবে। ব্যাস, চলে আসলো হাজার খানেক আনারস। কিন্তু এইভাবে দিলে কেমনে খাবে ছাত্ররা? তারপর ৫-৬ জন মানুষ লাগিয়ে দিলো, আনারস ছিলার জন্য। তার একটানা কাজ করে যাচ্ছে, কিন্তু কাজ শেষ হয় না। দুপুর ১টার সময় টিফিন, কিন্তু সেইবার আমরা টিফিন পেলাম বিকাল ৪টার পর।
৬। সিনেমা হল পাহারা দেওয়া
৭। আজব শাস্তিঃ আর একজন শিক্ষক ছিলেন, সমরেন্দ্র স্যার, গণিত পড়াতেন, অসম্ভব কড়া, কঠিন শাস্তি দিতেন। হয়ত দেখা গেল, কানে ধরে স্কুলের মাঠের মাঝখানে দাড় করিয়ে রাখতেন ৩০ মিনিট, কিংবা ক্লাশ ক্যাপটেনকে কি দিয়ে কানে ধরিয়ে সারা স্কুলের এমাথা ওমাথা ঘুরানো হতো, অপরাধের মাত্রা অনুযায়ী। খুব ভয়ে ভয়ে থাকতাম, কিন্তু এখন এইসব কথা মনে পড়লে মজাই লাগে।
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


