খুব বেশী দিন হয়নি যখন এই সাইটটিতে আমার প্রথম পদার্পন হয়। এরকম মুক্তমনন সমৃদ্ধ লেখা আমি খুব কম সাইটেই দেখেছি। তবে কিছু মানহীন পোষ্ট-ও নজর এড়ায়নি। অবশ্য আমি নিশ্চিত যে যতদিন 'নাস্তিকের ধর্মকথা'-ভাইয়েরা আছেন ততদিন এ অসাধারন সাইটটিতে ঐ সকল ধর্মান্ধ, দায়িত্ব-জ্ঞানহীন লোকগুলো তাদের অযৌক্তিক ও খোড়া পোষ্টসমূহ দিয়ে মাথাঁচাড়া দিয়ে উঠতে পারবে না।
আমি শুধু একটা ব্যাপারে দৃকপাত করেই আমার এ প্রারম্ভিকার অবসান ঘটাবো-
'নাস্তিকতা' ও 'অন্তর্দন্দ্বমূলক জিজ্ঞাসা-প্রতিজিজ্ঞাসা'- দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমাদের তথাকথিত ধর্মপ্রাণ ফতোয়াবাজ মোল্লারা ধর্মের দোহাই দিয়ে ধর্ম নিয়ে জিজ্ঞাসা-প্রতিজ্ঞাসার পথ রুদ্ধ করতে চান এবং 'আল্লাহ' ও 'ধর্ম'' নিয়ে কেউ যৌক্তিকভাবে প্রশ্ন করে সে সম্পর্কে জানার প্রয়াস পেলে তাকে 'নাস্তিক' বলে আখ্যায়িত করেন। কিন্তু আমি নিশ্চিত-এই ফতোয়াবাজরাও স্বীকার করতে বাধ্য হবেন যে- স্বয়ং হযরত মুহম্মদ (সাঃ) 'ইজমা' ও 'কিয়াস'-এর কথা বলে গিয়েছেন। তাহলে আজকের দিনে ধর্ম বোঝার চেষ্টা করলে, আল্লাহ সম্পর্কে আরো গভীরভাবে জানার চেষ্টা করলে তাকে আমাদের তথাকথিত মোল্লারা কেন নাস্তিক বলেন ও ভর্ত্সনা করেন তা বোঝাটা সত্যিই দুরুহ। এর কারন কি এই যে- ইসলাম-ই ইসলাম সম্পর্কে জানতে নিরু্ত্সাহিত করে না-কি আমাদের মোল্লারা নিজেরাই সে সম্পর্কে অজ্ঞ এবং তা ঢাকার জন্যেই তাদের এতোসব ফতোয়াবাজী!
আমি শুধু এটুকুই বলতে পারি এবং আমি জানি সবাই একমত হবেন যে, কখনোই কোনও ব্যাপারে অন্ধবিশ্বাস ভাল নয়। ধর্ম সম্পর্কে যখন আমি একটি সম্যক ধারনা পাব, যখন আমি আল্লাহকে জানার প্রয়াস পাব, তার মহীমা উপলব্ধি করতে পারব- তখনই আল্লাহ সম্পর্কে আমার বিশ্বাস আরোও দৃঢ় হবে। আর তাই-"এ বিশ্বাস-ই আমার অবিশ্বাসের মূল কারন"। এবং সেটাই যদি হয় 'নাস্তিকতা' তবে বলতেই হয় - তারা আরোও বড় 'কাফির' যারা না বুঝে, না শুনে, না জেনে, এমনকি জানার চেষ্টা পর্যন্ত না করে ধর্ম নিয়ে বড় বড় বুলি কপচায়। সেই অন্ধবিশ্বাস কোনওদিন প্রকৃতপক্ষে মজবুত হতে পারে না। সেই অন্ধবিশ্বাসের উত্স মূলতই 'ধর্মভীতি' ও 'ধর্মের অপব্যবহার'- 'ধর্মের প্রতি নিখাদ ভালোবাসা' নয়।
কখনোই কেউ বলেনি যে-"আমি ধর্ম কী তা জানি, আমি ধর্ম মানি না, মানবো না"। আমাদের মনে ধর্ম নিয়ে যে জিজ্ঞাসা রয়েছে, সংশয় রয়েছে তার যথাযথ সম্পূর্ণ জবাব যদি সত্যি কেউ কোনওদিন দিতে পারে, সেদিন সকলেই সে ধর্ম মেনে নিবে বলেই আমার দৃঢ় বিশ্বাস।
তাই সকলের প্রতি আমার অনুরোধ- কাউকে নাস্তিক বলে ভর্ত্সনা করার আগে চিন্তা করুন আপনি কোন অবস্থানে, আপনার বিশ্বাসের ভিত্তি কী এবং আপনি তার প্রশ্নের জবাব দিয়ে তাকে সন্তুষ্ট করতে সক্ষম কিনা(কারন একজন ধর্মপ্রাণ মানুষ হিসাবে সে সম্পর্কে জানা এবং অন্যকে জানার সুযোগ করে দেয়া আপনার পবিত্রতম দায়িত্ব)।
আর তাই সুন্দর চিন্তা ও মননশীলতা সম্পন্ন দেশ ও জাতি গড়ে তুলতে নিজে সকলকে নিয়ে এগিয়ে আসুন এবং অন্ধ বিশ্বাস, অন্ধভক্তি ও ধর্মীয় গোঁড়ামি ছেড়ে মুক্তবুদ্ধির প্রসারে সচেষ্ট হউন।
বিঃদ্রঃ যে কোনও রকম অপ্রত্যাশিত ও অনাকাঙ্খিত সম্ভাব্য ভুল-ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ রইলো।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



