হা হা হা, আরেকটা জামাতি উইকেট গেল, জনাব তাহের এবার কট,
আসল খবর নিচে (সৌজন্যে: বাংলাদেশ প্রতিদিন):
জামায়াত নেতা আবদুল্লাহ তাহের গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে ঢাকা জজকোর্টে এক মামলায় জামিনের জন্য হাজিরা দিতে গেলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করলে বেলা আড়াইটায় পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
এদিকে, তাহেরকে গ্রেফতার করায় নিন্দা ও প্রতিবাদ জানান দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম।
দলের প্রচার সেক্রেটারি অধ্যাপক তাসনিম আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে আজহার বলেন, সরকার জামায়াতকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্যই তাকে গ্রেফতার করেছে। এ ঘটনায় সরকারের ফ্যাসিবাদী চরিত্রই প্রকাশিত হয়েছে। সরকার আইনকে নিজের গতিতে চলতে না দিয়ে ন্যায় বিচারের পথ রুদ্ধ করছে। তিনি অবিলম্বে ডা. তাহেরকে মুক্তি দেওয়ার আহ্বান জানান এবং মুক্তির দাবিতে আজ সারাদেশে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



