তুমি মরিচ আমি ঝাল,
তুমি আলতা আমি লাল ।
তুমি পানি আমি পিয়াস ,
তুমি তাল আমি তালের শাঁস ।
তুমি মাটি আমি পিঁপড়া ,
একই ঢিবিতে দুইজনের আখড়া ।
তুমি ওভারব্রিজ আমি গার্ডার,
তুমি ব্যাটারি আমি চার্জার ।
তুমি আম আমি আটি ,
তুমি কুমড়া আমি বটি ।
তুমি নদ আমি নদী ,
তুমি সোফা আমি গদি ।
তুমি প্লেট আমি গ্লাস ,
তুমি হাসি আমি ব্লাশ ।
তুমি হরিন আমি হরিণী
তুমি ভুত আমি ডাইনি ।
তুমি পানি আমি স্যালাইন ,
তুমি চামচ আমি মেলামাইন ।
তুমি ছাত্র আমি ছাত্রী ,
তুমি ট্রেন আমি যাত্রী ।
তুমি ব্রেক আমি গিয়ার ,
তুমি সাহস আমি ফিয়ার ।
তুমি জল আমি ছাপ,
তুমি অন্যায় আমি পাপ ।
তুমি বর আমি বধূ ,
তুমি লাউ আমি কদু ।
আমি নানী তুমি নানা ,
তুমি মহাসেন আমি ক্যাটরিনা ।
তুমি শায়ের আমি শায়েরি ,
তুমি কালো আমি খয়েরি ।
তুমি পান আমি চুন ,
তুমি তরকারি আমি নুন ।
তুমি ক্যামেরা আমি লেন্স ,
তুমি টেবিল আমি বেঞ্চ।
তুমি বোর্ড আমি চক ,
আমি শিলা তুমি রক ।
তুমি ঝারু আমি শলা ,
তুমি কণ্ঠ আমি গলা ।
তুমি মেঘ আমি বৃষ্টি,
তুমি রেজাল্ট আমি মিষ্টি ।
তুমি দৃষ্টি আমি ভ্রম,
তুমি মজিলা আমি ক্রম ।
তুমি সুপারি আমি যাতা ,
তুমি পিতা আমি মাতা ।
তুমি কীবোর্ড আমি প্যাড ,
তুমি বল আমি ব্যাট।
তুমি ফেসবুক আমি টুইটার ,
তুমি জাজিরা আমি রয়টার ।
তুমি হট আমি কোল্ড ,
তুমি এলবিডাব্লিউ আমি বোল্ড ।
তুমি ফাইল আমি ফোল্ডার ,
আমি ইঞ্জিনিয়ার তুমি জব হোল্ডার ।
তুমি নাশপাতি আমি আপেল ,
তুমি তরমুজ আমি বেল ।
তুমি খেজুর আমি বরই ,
তুমি মেহগনি আমি করই ।
তুমি আকাশ আমি পাতাল ,
তুমি নেশা আমি মাতাল।
তুমি গোয়েন্দা আমি পুলিশ ,
তুমি বুদ্ধিমান আমি ফুলিশ ।
তুমি শার্ট আমি শাড়ি ,
তুমি নর আমি নারী ।
তুমি জিন আমি পরী ,
তুমি দেয়াল আমি ঘড়ি ।
তুমি বিল্ডিং আমি সিঁড়ি ,
তুমি টুল আমি পিঁড়ি ।
তুমি কৌটা আমি মলম ,
তুমি ক্যাপ আমি কলম ।
তুমি চিরুনি আমি চুল ,
তুমি হাইকোর্ট আমি রুল ।
তুমি লজ্জা আমি ভূষণ ,
তুমি বালিশ আমি কুশন ।
তুমি হাসি আমি কান্না ,
তুমি উনুন আমি রান্না ।
তুমি দুধ আমি ঘোল,
তুমি ভুনা আমি ঝোল ।
তুমি চাবি আমি রিং ,
তুমি অ্যালার্ম আমি টিং টিং ।
তুমি মণ আমি কেজি ,
তুমি কর্মঠ আমি লেজি ।
তুমি হাত আমি চুড়ি ,
তুমি আকাশ আমি ঘুড়ি ।
তুমি রিলাক্স আমি বিজি ,
তুমি ডিজুস আমি ইজি ।
তুমি রেজালা আমি ঝাল ফরাই,
তুমি এন টিভি আমি চ্যানেল আই ।
তুমি এন্দ্রয়েড আমি ওয়াইফাই ,
তুমি সেকেলে আমি হাইফাই ।
তুমি হিরক আমি কাচ
তুমি সাত আমি পাঁচ ।
তুমি স্পাইক আমি ইমো ,
তুমি সিনেমা আমি প্রমো ।
তুমি রেল আমি লাইন ,
তুমি ইউক্যালিপটাস আমি পাইন ।
তুমি জাদুকর আমি যাদু ,
তুমি মৌচাক আমি মধু ।
তুমি ভ্যান আমি চাকা ,
তুমি কাঁচা আমি পাকা ।
তুমি কাঠ গোলাপ আমি কৃষ্ণচূড়া ,
আমি পিচ্ছি তুমি ঠুনঠুনে বুড়া ।
তুমি মুখ আমি রুমাল,
তুমি কাঠ আমি কুড়াল ।
তুমি কানকো আমি পাখনা,
তুমি কড়াই আমি ঢাকনা ।
তুমি তাল আমি তিল,
তুমি খাবার আমি বিল ।
তুমি ফুল আমি বাগান,
তুমি ''ড্যাশ '' আমি জাহান ।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




