অমিমাংসিত স্বপ্নের রথ কিছুদিন পর হয়ে যায় দূরাচ্চন্ন মেঘ
তার কাঁধে তুলে দেই আধুলি জীবন যাপিত অলস অনুভূতি
মুহূর্তের নিদ্রা ভারাতুর চোখ
দেখে ফেলে তন্দ্রাচ্ছটার কুদরতি
মরিচিকাময় স্বপ্ন-রজ্জু-ভেল্কি
ফাঁদ পাতা পৌরণিক গর্তে ডুবে যেতে যেতে
মাথা তুলে দেখি আর সব প্রান তখনো অকালে
জেগে ছিল মরে মরে
আমি হাসিতে ডুবাই ফাঁদের জাহাজ- ডুবাই তাকেও
যে কি না মাথার মগজ করেছে চূর ফাঁদের ফন্দি ভাঁজতে
আমাকে চিনিয়েছে ফাঁদ বলতে যা, তা আমি আর সে
অথচ ফাঁদেই দেখি তার অকারন সূচিবাই-
হায়, আমার চোখের উপর কপাল
তার উপরে বলিরেখার ভাঁজ
বয়স পড়েনি মোটে; তবে লোকে কেন ভাববে এ
কার্যকারনের চিহ্ন- পর্যুদস্ত স্বপ্নভঙ্গ প্রাপ্তবয়স্কের
অপরিনামদর্শিতা
এইসব বিষয়বস্তুই আমাকে ভাবায় এখন.....
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৬ সকাল ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



