অস্হির হৃদয়ে যখন ঝড় উঠে
না পাওয়ার বেদনার ,
ব্যাথার নদী যখন উতলে উঠে
সাগর বিক্ষুব্ধ ঝন্ঝা যখন এ বুকে
আঘাত হানে,
যখন দুনিয়ার সব দুঃখগুলো এসে
আমার হূদয়ে বাঁসা বাঁধে,
যখন শূন্যতা আমায় ঘিরে ধরে,
যখন সমস্হ চেতনা নিস্তেজ হয়ে আসে,
ভাবনাগুলো অনেক দূরে সরে যায়,
যখন সব সপ্নগুলো ধিক্কার দিয়ে
ছিটকে ফেলে দেয়,
যখন এ সমস্হ নিয়ে তীবরো অস্হিরতায় ভুগি,
তখন মনে হয় ধিক!
এ জীবন অনেক হীন, ছোট অসহায়,
নিরুপায় মিছিমিছি খেলা,সব মিথ্যা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



