
আমি একজন অসাধারণ গৃহকর্ত্রী। প্রতিবারই আমি তালাক নেই আর গৃহটি রেখে দেই।
- শা শা গ্যাবর

আমার মনে পড়ে সেই সময়ের কথা, যখন আমাকে ছিনতাই করা হয়েছিলো এবং ওরা আমার একটা আঙুল আমার বাবার কাছে পাঠিয়েছিলো। তিনি বলেছিলেন, তার আরও প্রমাণ চাই।
- রডনি ড্যাংগারফিল্

আমি এটা বলতে পারি যে, আমার বাবা-মা আমাকে ঘৃণা করতেন। কারণ আমার গোসলের সময়ের খেলনা ছিলো একটা টোস্টার ও একটা রেডিও।
- রডনি ড্যাংগারফিল্ড

তুমি যদি না জানো তুমি কোথায় যাচ্ছো, তুমি অন্য কোথাও গিয়ে পড়বে।
-যোগী বেরা

বিয়ে হলো মূত্রত্যাগের মতোই - প্রাকৃতিক, অযৌক্তিক এবং ভীষণ গুরুত্বপূর্ণ।
- লিসা হফম্যান

বড় লোকের কৌতুক সব সময়ই মজার।
-প্রবাদ বাক্য

আমি শুয়োর পছন্দ করি। কুকুর আমাদের দিকে চোখ তুলে তাকায়। বিড়াল চোখ নামিয়ে তাকায়। শুকর আমাদেরকে সমভাবে দেখে।
-উইনস্টন চার্চিল

হিপি এরা এমন কেউ যারা দেখতে টারজানের মতো, হাটে জেনের মতো এবং এদের গন্ধ চিতাহ্র মতো।
- রোলান্ড রিগান

তুমি না-ধরে যদি মেঝেতে শুতে পারো তাহলে তুমি মাতাল নও।
- ডিন মার্টিন

যদি তুমি তোমার কাজকে ভালবাস, তাহলে জীবনে একদিনও তুমি কাজ করোনি।
-টমি লাসোরডা