১. সমস্ত মুখ একবার ধৌত করা। (সূরা মায়িদা, আয়াত নং ৬)
২. দুই হাত কনুইসহ একবার ধৌত করা। (ঐ)
৩. মাথার এক চতুথাংশ একবার মাসাহ করা। (ঐ)
৪. উভয় পা টাখনুসহ একবার ধৌত করা। (ঐ)
ফায়দা : উপরক্ত চারটি কাজের কোণ একটি না করেল বা এর
মধ্যে এক চুল পিরমাণও ˝শুকনো থাকেল উযু সহীহ হবে না।
(প্রমান : শামী, ১ : ৯১/ আল বাহরুররাইক, ১ : ৯/ হিদায়া, ১
: ১৬)
সংগৃহীত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




