ইন্টেল ল্যাপটপে সিমকার্ড যুক্ত করতে যাচ্ছে। বিশ্ব মোবাইল বার্ষিক সল্ফ্মেলন থ্রিজিএসএম ওয়ার্ল্ড কংগ্রেসের এক আয়োজনে ইন্টেল কর্পোরেশন এ ঘোষণা দেয়। ল্যাপটপ কমঙ্িউটারে এ প্রযুক্তি ব্যবহারের সুযোগ করে দিতে দ্য জিএসএম অ্যাসোসিয়েশন [সিএসএমএ] এবং ইন্টেল কর্পোরেশন যৌথভাবে কাজ করবে। ল্যাপটপ কমঙ্িউটারে সিমকার্ড ব্যবহারের সুযোগ তৈরি হলে ল্যাপটপ ব্যবহাকারীরা রোমিং করতে পারবে। এর ফলে ল্যাপটপে থ্রি জিএসএম নেটওয়ার্কস এবং ওয়াই-ফাই নেটওয়ার্কসের সঙ্গে যুক্ত হবে। ল্যাপটপ প্রস্ট্তুতকারকরাও এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। ল্যাপটপের সঙ্গে সিমকার্ড সংযুক্ত করার প্রযুক্তি চালু হলে ব্যবহারকারীরা বেশ কিছু আধুনিক সুবিধা পাবেন। মোবাইল ব্রডব্রান্ডের ওয়ারলেস সার্ভিস ব্যবহারে সুযোগ পাবেন গ্রাহকরা। গেল বছর সারা বিশ্বে 60 মিলিয়নেরও বেশি ল্যাপটপ বিত্রিক্র হয়েছে। এ বছরে তা আরো বেড়ে যাবে বলে নির্মাতা কোমঙ্ানিগুলোর ধারণা। আর এ কারণেই ল্যাপটপে সিমকার্ড প্রযুক্তি ব্যবহারে আরো বেশি আগ্রহ রয়েছে কোমঙ্ানিগুলোর।
দ্য জিএসএম অ্যাসোসিয়েশনের সিইও রব কনওয়ে বলেছেন, এ প্রযুক্তির ভবিষ্যৎ লক্ষ্য হবে প্রতিটি নোটবুকই সিম প্রযুক্তির ব্যবহার। আধুনিকায়নের ফলে নোটবুক মার্কেটে জিএসএম প্ট্ন্যাটফর্ম ব্যবহারের দ্বিযন্প চালু হবে। এ ল্যাপটপগুলো ওয়াই-ফাই প্রযুক্তিনির্ভর হবে। শুধু এ প্রযুক্তিতে সীমাবদব্দ থাকছে না নির্মাতা কোমঙ্ানি। ল্যাপটপের সঙ্গে একটি ইন্টারনাল থ্রি জিএসএম ডেটা কার্ড এবং একটি ইন্ট্রিগ্রেটেড সিম রিডার থাকবে। এর মাধ্যমে নোটবুক অর্থাৎ ল্যাপটপের সঙ্গে রিয়েল মাল্কিল্ট কমিউনিকেশনস টার্মিনালের সংযোগ ঘটবে। জিএসএম, জিপিআরএস, ইডিজিই, থ্রিজিএসএম, এইচএসডিপিএ অ্যান্ড ওয়াই-ফাই নেটওয়ার্কস সব ক্ষেত্রে ল্যাপটপের সিম প্রযুক্তি ভালোভাবে কাজ করবে।
তবে জিএসএমএ নেটওয়ার্কের সঙ্গে প্রাথমিক তৈরিকরণ কাজ শেষ হয়েছে। ইন্টেল সেনট্রিনো মোবাইল টেকনোলজি ল্যাপটপ নামের এ ল্যাপটপগুলো 2006 সালের মধ্যেই গ্রাহকদের হাতে পেঁৗছে দিতে পারবে বলে আশা করছে ইন্টেল।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




