একটা গল্প না বল্লেই নয়__
এক কুরআনে হাফেজ এক মুচির কাছে তার জুতা সেলাই করল কিনতু তার কাছে টাকা ছিলনা।সে মুচিকে বল্ল আমি তোমার টাকার বিনিময়ে তোমাকে ১ পারা কুরান পরে শুনাব,মুচি বল্ল না আমার টাকা চাই।হাফেজ সাহেব বল্লেন ভাই আমারতো টাকা নাই ঠিক আছে আমি তোমাকে ১৫ পারা কুরান পাঠ করে শুনাই,মুচি বল্ল না আমার টাকাই চাই।হাফেজ সাহেব এইবার ৩০ পারা কুরান শুনানুর প্রস্তাব করলেন।মুচি আর কিছু শুনতে চাইলেন না ইচ্ছামত পিঠুনি দিয়ে হাফেজ সাহেবকে বিদায় দিলেন।
হাফেজ সাহেব তার গুরুকে গিয়ে তার কাহিনি ব্যক্ত করলেন-গুরু সব কাহিনি শুনে তার হাতে একটা পাথর টাইপের একটা জিনিস দিয়ে বল্লেন এই জিনিসটা বিক্রি কর্বানা কিনতু মুল্য যাচাই কর...
সে প্রথমে একটা ছোট দোকানে গিয়ে বল্ল এই জিনিসটা বিক্রি করব দোকানদার যাচাই করে বল্ল আমি ৫০ টাকা দিব।এইবার সে এই দোকান ও দোকান যাচাই করতে লাগলো জিনিসটার দাম ৫০০,১০০০,৫০০০,৫০০০০,১০০০০০ করে এক স্বর্নকার বল্ল আমি ৫০ লাখ টাকা দেব।এইবার জিনিসটা নিয়ে সে আবার গুরুর কাছে আসল এবং কাহিনি বল্ল ।
গুরু বল্ল জিনিসটা নিয়ে এইবার রাজার দরবারে যাও---------রাজা জিনিসটা রাজ জুহুরি দিয়ে জাচাই বাছাই করে বল্ল -এইটার বিনিময়ে তুমি যা চাও আমি তাই দিতে রাজি।
যেই জিনিসটার মূল্য ৫০ টাকা ছিল তার বিনিময়ে রাজা কেন সব দিতে রাজি হলেন???????????কারন জিনিসটির রাজ জুহুরিরাই চিনতে পেরেছিল.......
বল্গে অনেক লেখা পরেছি -মনে হল কেউ কেউ যেন কামারের বাড়িতে কুরান চর্চা করতে চাই।আমার কথাই কেউ কষ্ট পেলে আমি আন্তরিকভাবে দুঃখিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



