
ইচ্ছে করেই অনেক দিন কোন শুদ্ধতা খুজিনি
যখন নতুন একটা দিন আসে
আর যখন সন্ধ্যা নামে
বিষন্নতা ভর করতে চাই এই মনে।
চেষ্টা করছি নিজের মত থাকতে
খুব সহজে হবেনা কারন
অনেক আগেই প্রভাবিত আমি আর পাচজন দ্বারা।
কাউকে মন থেকে সরিয়ে দিতে চাইলেই কি
আর মন থেকে সরিয়ে দেওয়া যায়?
তবে চেষ্টা করলে তো সম্ভব সবই।
আমার অন্তর দৃষ্টিতে যারা ছিল এখন তারা
আমার জীবনে কোন অধ্যায়ই নয়।
নতুন করে নিজের মতই বাচতে চাইছি
বেচে থাকা যতটা না কঠিন
তার চেয়ে অনেক বেশি কঠিন
নিজের মত বেচে থাকা।
আবার আমি শুদ্ধতা খুজছি
নিজের মত বাচতে চাইলে
অতটুকু আবশ্যিক।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৭ সকাল ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




