
বিষন্ন এ বেলায়
ভাসিয়ে দেব তা না হয়
ওই দূর মেঘের ভেলায়।
২/

সবুজ ঘাসের সাথে
মন চাইলে সপ্ন দেখি
ঘাসের বুকে মাথা রেখে।
৩/

আমি কেমন অন্ধকারে ডুবে থাকি
একটা স্পর্শের অপেক্ষায়
কতটা প্রহর আমি ব্যকুল হয়ে আছি
তাকি জানে আমার সপ্নেরা?
৪/

নেই মন খারাপের কারন
হৃদয়ের যত কথা খুলে বল
তোমায় কে করেছে বারন।
৫/

আমি হারায় এই প্রকৃতিতে
আমার মনের ভেতরে বাস করে আরেকটা মন
সেই মন শোনেনা আমারও বারন।
৬/

এই সবুজের মেলায় হারিয়ে যেতে যেতে
অনেক কথা বলব তোমায় সঙ্গোপনে।
৭/

সব উড়িয়ে দিলাম বাতাসে
আামি এক শুদ্ধ বালক।
৮/

মনের সব কথা লুকিয়ে চুরিয়ে
তবুও কি কিছু ঢেকে রাখা যায়
চারিপাশে এ ভিশন মনকাড়া প্রকৃতি আমিও স্তবদ্ধ নির্বাক।
৯/

আজ বলব তোমায় খুলে
মনের যত কথা
হোক তা এলো মেলো
১০/

আমি আর আলো খুজিনা
নক্ষত্ররা তার আলোয় পথ দেখায়
তবুও সে পথের দিশা মেলা বড় ভার।
১১/

কিছু ভুল করতে চাই
বাড়িয়ে দেওয়া ওই তোমার দুহাত
না ধরেই একা থাকতে চাই।
১২/

কিছু কথা সবুজ পাতার সাথে
কিছু কথা সবুজ ঘাসের সাথে
কিছু কথা বলি এই অপরুপ প্রকৃতির সাথে।
১৩/

ভাব কি এত
কর কেন এত ঢং।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




