confidence অর্থ আত্ববিশ্বাস।প্রতিটি মানুষের মধ্যেই কম বেশি কনফিডেন্স থাকা উচিত।যার মধ্যে কনফিডেন্স নেই সে নাকি আত্বনির্ভরশীল নয়।অনেক সময় অনেকে কথার মাঝে অন্যকে বলে তোর মাঝে এতটুকু কনফিডেন্স নেই তো এ কাজ করবি কি করে?কথাটি অতি সঠিক কথা যার মাঝে কনফিডেন্স থাকে না সে কোন কাজই ভাল করে করতে পারে না।তাই সকলের মাঝে কনফিডেন্স থাকাটা অতি জরুরী।নিজের মধ্যে কনফিডেন্স না থাকলে কোন কাজে জয়ী হওয়া যায় না।
সামু বন্ধুদের কার কেমন কনফিডেন্স আছে সেটাই জানতে হাজির হয়েছিলাম বেশ কয়েক জন সামু বন্ধুর কাছে।
খায়রুল আহসান - আমার সততাই আমার আত্ববিশ্বাস।যে ব্যক্তি যত সৎ তার ভেতরে কনফিডেন্স তত বেশি।
আরাফ আহনাফ- আরে ভাই আমার মাঝে কনফিডেন্স আছে বস্তা বস্তা।নিবেন নাকি এক বস্তা?
আচ্ছা আপনার মাঝে যে কনফিডেন্স আছে তার একটি উদাহরন যদি দিতেন?
এই আমি এস এস সি পরীক্ষায় পরপর ছয়বার ফেল করার পরে সপ্তমবারে পাশ করেছি।নিজের মধ্যে যদি কনফিডেন্স নাই থাকতো তাহলে কি এতবার পরীক্ষা দিতাম?
ধ্রুবক আলো- আমি বেকার মানুষ তবুও আমার মাঝে কনফিডেন্সের কোন অভাব নেই।এ পর্যন্ত ২০২ জায়গায় চাকরীর ইন্টারভিউ দিয়েছি কিন্তু এক জায়গাতেও চাকরি হয়নি।শুধু শুধু ১২ জোড়া স্যান্ডেল ছিড়ল।তবুও এখনও আমি চাকরীর ইন্টারভিউ দিয়ে যাচ্ছি।নিজের মধ্যে যদি কনফিডেন্স নাই থাকতো তাহলে কি এত জায়গায় ইন্টারভিউ দিতাম?
পুলক ঢালী- ভাই সামনের মাসে আমার শুভ বিবাহ।বিয়ে করতে গেলে নাকি নিজের মধ্যে প্রচুর কনফিডেন্স থাকা দরকার।আমার মধ্যে যদি কনফিডেন্স নাই থাকে তাহলে বিয়ের কথা ভাবছি কি করে?
মো: মাইদুল সরকার- আমি ১০০% আত্ববিশ্বাস নিয়েই বলছি আমার মাঝে কনফিডেন্স আছেই।
আবুহেনা মো: আশরাফুল ইসলাম - মেয়েরা আমাকে দেখলেই ১০০ হাত দূরে থাকার চেষ্টা করে।এ পর্যন্ত যত মেয়েকেই ভালবেসেছি কেউই আমাকে ভালবাসেনি।তবুও আমার মাঝে কনফিডেন্স আছে একদিন কেউ না কেউ আমাকে ভালবাসবেই।
নাঈম জাহাঙ্গীর নয়ন- আমি রাজনীতি প্রিয় মানুষ।এ পর্যন্ত আমাদের ইউনিয়ন থেকে ৫ বার চেয়ারম্যান পদে দাড়িয়েছি।তবুও একবারও পাশ করতে পারিনি।সামনের বার আবারও আমি চেয়ারম্যান পদে দাড়াবো।কারন আমার মাধ্যে কনফিডেন্স আছে যে,জনগন আমাকে একদিন না একদিন ভোট দিয়ে জয় যুক্ত করবেই।
সামুপাগলা ০০৭ - আমি সকাল বিকাল তিনবেলা কাগজে কনফিডেন্স লেখা পানি দিয়ে ভিজিয়ে খাই।আমার ভেতরে কনফিডেন্স না থেকে পারেই না!
কথার ফুলঝুরি! - একটা বাংলা ছিনেবা বানাবো!বর্তমানে বাংলা ছিনেমার যা দূর্দিন যাচ্ছে এই সময়ে একটা বাংলা ছিনেমা বানাতে গেলে কি কম কনফিডেন্ট হলে চলে?
জাহিদ অনিক - ভাবছি কবিতা লিখে বড় লোক হমু।কনফিডেন্সের অভাব থাকলে নিশ্চয় এমন কথা ভাবতে পারতাম না!